[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 7 09:06:52 UTC 2011


@ শিপলু ভাই

৭ মে, ২০১১ ১২:০৫ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:

> সব মিলিয়ে ৫০০ - ১০০০ হতে পারে বলে আমার ধারণা।
>

আমার নিজের প্রনোদনা প্যাকেজ (ইন্সটল+সাপোর্ট+উৎসাহ) দিয়েই তো এই সংখ্যার বেশী
ব্যবহারকারী আমি তৈরি করেছি। :)

@ সবাই

আমাদের ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ আয়োজিত এ বছরের "পেঙ্গুইন
মেলা - ২০১১" থেকে প্রাপ্ত বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীর সংখ্যার আপাত হিসেব
হচ্ছে ১৫০০+

এছাড়াও আমাদের বাংলা ফোরামগুলোতে এই উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন শিরোনামে
পোল+পোষ্ট রয়েছে। ওগুলো থেকেও তথ্য নেয়া যেতে পারে।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list