[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

Abhi arup281 at gmail.com
Sat May 7 05:47:17 UTC 2011


মেহেদী ভাই, আমি যতদূর জানি বাংলাদেশে লিনাক্স ইউজারের সঠিক সংখ্যা
নির্নয় করা কঠিন, কারন উইন্ডোজের হিসাব যেভাবে রাখা যায় সেভাবে লিনাক্স
ইউজারের সংখ্যা বের করা যায় না, একই কথা আন্তর্জাতিক মার্কেটের ক্ষেত্রেও
সত্য, আপনি খেয়াল করলেই দেখবেন উইন্ডোজ/ম্যাক ইউজারের তুলনায় লিনাক্স
ইউজারের যে অনুপাত দেখানো হয় সেটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, কারন অনেক
হোম ইউজার এই হিসাবের বাইরে সবসময়ই থেকে যান। ঠিক একইভাবে বাংলাদেশেও
লিনাক্স ইউজারের সঠিক সংখ্যা কত সেটা বের করাটাও কিছুটা জটিল কাজ, তবে
আনুমানিক একটা হিসাব হয়তো আপনি পেতে পারেন বিভিন্ন উৎস থেকে, এই ব্যাপারে
বাংলাদেশে লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠান থেকে একটা
হিসাব হয়তো আপনি পেতে পারেন (যদি তাদের এসব তথ্য-উপাত্ত থেকে থাকে)।

On 5/7/11, ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com> wrote:
> আমি নতুন একটা তথ্য পেলাম , সেটা হলো সফটওয়ার পাইরেসিতে আজার বাইজান এখন আর
> শীর্ষে নেই, এখন এই পদ দখল করেছেন আর্মেনিয়া। আর বাংলাদেশ এই পদে আর দ্বিতীয়তে
> নেই, এটা হয়েছে তৃতীয়। কেউ একজন এর সত্যতার কোন লিংন্ক একটু শেয়ার করবেন?
>
> আর বাংলাদেশে এখন লিনাক্স ইউজার কত? শেয়ার প্লিজ।
>
> ধন্যবাদ
>
>
>
> --
> শ্যামলিমা
> +8801678702533
>
> সভাপতি
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list