[Ubuntu-BD] আসেন সকল বন্টুগণ একদিন একত্রিত হই

Shahriar Tariq shahriar at linux.org.bd
Fri May 6 06:53:49 UTC 2011


৫ মে, ২০১১ ১১:৫৮ pm এ তে, Md Ashickur Rahman Noor
<ashickur.noor at gmail.com>লিখেছে:

> ভাই তাহলে ছুটির দিন মানে বৌদ্ধ পূর্ণিমার দিন ই সবাই একত্রিত হই। জায়গাটা
> বলেন।
> 2011/5/5 Shahriar Tariq <shahriar at linux.org.bd>
>
>>
>>
>> ৫ মে, ২০১১ ৯:২৩ pm এ তে, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com
>> > লিখেছে:
>>
>> আসসালামুয়ালাইকুম
>>> শাহরিয়ার ভাই একটা আলাদা মেইল করলে বোধ হয় ভাল হয়। এতে আপনি আন্দাজ করতে
>>> পারবেন কয়জন আসবে। আরও ভাল হয় রিলিজ পার্টির মত একটা গুগল ডক খুলে দিলে। --
>>>
>>
>> ওয়ালাইকুমআসসালাম
>>
>> আশিক ভাই, এটা কোন আনুষ্ঠানিক আয়োজন হচ্ছে না যে তালিকা করতে হবে কয়জন আসবে
>> কে কে আসবে। এটা এমনি দেখা করার জন্য দেখা করা।
>> বন্ধুরা যখন দেখা করে তখন তো ফোন দিয়ে খোঁজ নেয় দেখা করতে পারবে কিনা,এরপর
>> দেখা করে। তারা কি তালিকা করে কে কে আসবে কি কি করবে বলে?
>>
>> এটা উন্মুক্ত আহ্বান থাকলো যার আসার ইচ্ছে হবে সে আসবে যার হবে না সে আসবে
>> না। সহজ জিনিস জটিল না করাই ভালো।
>>
>> আর ছুটির দিনের ব্যাপার তো বললামই যে বৌদ্ধ পূর্ণিমা যেদিন সেদিন দেখা করা
>> যেতে পারে। আবার শুক্রবারও দেখা করা যেতে পারে। সবার জন্য যেটা সুবিধাজনক হবে
>> সেটাই।
>>
>> এই তো।
>>
>>

http://www.khadok.com/ এই লিঙ্ক থেকে জায়গা পছন্দ করে নিন।
-- 
Thanking you
Shahriar Tariq

Founding Member, Amigos Clothing
http://amigosclothing.com

Personal Blog
http://www.ashabadi.com/

Volunteer, Bangladesh Linux Users Alliance
http://linux.org.bd check our forum: http://forum.linux.org.bd

Team Contact, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org/

Endorsement:
আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/
and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list