[Ubuntu-BD] আসেন সকল বন্টুগণ একদিন একত্রিত হই

sagir khan sagir42 at gmail.com
Thu May 5 13:39:59 UTC 2011


আপ্র সম্পর্কে জানতাম না। তাছাড়া লিফোতে যেভাবে সাহায্য পেয়েছে তা ভাষায় প্রকাশ
করা যাবে না। এখনো কিছু ছোট ছোট সমস্যা নিয়ে ঝামেলায় আছি। আবার ইউন্ডোজের কাছে
ফিরে যেতে হচ্ছে ছোট ছোট কিছু কাজ করার জন্য।
দেখি আজই একটা নতুন লিংক পেলাম উবুন্টু সম্পর্কে নতুন ফোরাম। আপ্রতেও ঢুকে
দেখবো।

ঠিক টপিক নিয়েই কথা বলা উচিত। জি আমাদের দেখা করা উচিত। নাহলে সবাই সবাইকে
চিনবোনা। আর লিনাক্স ব্যবহার আনন্দদায়ক হবে না।

৫ মে, ২০১১ ৭:১৮ pm এ তে, Anup Debnath <binary.lab11 at gmail.com> লিখেছে:

> অফটপিক:
>
> 2011/5/5 sagir khan <sagir42 at gmail.com>
>
> > লিফো না হলে কোন ভাবেই চলে না। এভাবে সমস্যার সমাধান বের করা কঠিন। তাছাড়া
> > এখানে সব কথা আসেনা। তাই লিফো আমরা চাই চাই।
> >
>
>
> কেন? লিফো এর আগে কিভাবে চলতো? হঠাৎ করে  আপ্র বন্ধ হওয়ার পর চালু হল লিফো।
> আপ্র এর সব ইউজার যোগ দিল লিফোতে। আপ্র এখনও আছে, কিন্তু ইউজারা আর নাই :|
> লিফো ছাড়া চলে না কেন? আপ্র তে যোগ দিলেই তো পারেন।
>
>
> টপিক নিয়ে কথা বলা উচিত, লিফো নিয়ে আলোচনা না করাই বেটার।
> --
> Anup Debnath
> anupplanet.com || me at anupplanet.com
>
> Anup Planet <http://anupplanet.com/> || Host Planet
> 51<http://hostplanet51.com/>|| হোস্ট
> আলাপন <http://hostalapon.com/> || ইন্টারনেট ইউজার্স অ্যাসোসিয়েশন,
> বাংলাদেশ<http://forum.iuabd.org/>::..
> <anup at hostplane51.com>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sagir Hussain Khan
Roll-010552
12th Batch
Special Education
Institute of Education and Research
University of Dhaka


More information about the ubuntu-bd mailing list