[Ubuntu-BD] উবুন্টুতে avertv go 007 fm tv card কিভাবে চালাবো।
sagir khan
sagir42 at gmail.com
Thu Jun 30 18:25:21 UTC 2011
সুন্দর জিনিস। পরে টেস্ট করে দেখবো।
ভাল হত যদি আরেকটি থ্রেড খুলে তাতে সমাধানটা দিতেন। আমার এখানে টিভি কার্ড নিয়ে
কথা হচ্ছে। এখন কারো এই সফটওয়্যার লাগলে সে তো এখানে খোজ করবে না।
ধন্যবাদ সমাধানের জন্য।
১ জুলাই, ২০১১ ১২:২২ am এ তে, Tiger Jalil <tigerjalil at gmail.com> লিখেছে:
> 2011/6/26 ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com>
> [...]
>
>
> > ০৫। স্ক্রিন রিড়ার (অন্ধদের জন্য) ইত্যাদি।
> >
> [...]
>
> এইটা আছে, দেখুন এখানে: http://live.gnome.org/Orca
> অরকা মেইলিং লিস্ট: http://mail.gnome.org/archives/orca-list/ (অন্ধ
> ব্যবহারকারী ব্যতীত অন্ধ ডেভেলপারের মেইলও পাবেন)
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list