[Ubuntu-BD] উবুন্টুতে avertv go 007 fm tv card কিভাবে চালাবো।

sagir khan sagir42 at gmail.com
Sun Jun 26 15:24:27 UTC 2011


দুঃখিত বলতে ভুলে গিয়েছিলাম আমার টিভি কার্ড ইন্টারনাল।

এখন যেহেতু 11.04 ব্যবহার করছি তাই ভাবলাম দেখি এতে কাজ হয় কিনা।

২৬ জুন, ২০১১ ৯:২০ pm এ তে, Md Ashickur Rahman Noor
<ashickur.noor at gmail.com>লিখেছে:

> আপনার টিভি কার্ড যদি ইউএসবি হয় তাইলে আমি আপনি এক দলের। কারন আমিও ব্যর্থ
> ছিলাম পরে বুঝলাম কার্নেল এ মডিউল পায় না এই টিভি কার্ডের জন্য।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/6/26 sagir khan <sagir42 at gmail.com>
>
> > এর আগে এই বিষয়টি নিয়ে ব্যপাক ঘাটাঘাটি করেছি। এক সময় লিফোতে পোস্ট
> করেছিলাম।
> > লিফোতে অনেক পোস্ট ছিল এই বিষয়ে। কিন্তু দুঃখজনক হল আমার উবুন্টু 10.04 এ
> সেই
> > টিভি কার্ড কোন ভাবেই পায়নি। তাই টিভি দেখতে জানালায় উকি দিতে হয়।
> >
> > <https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list