[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

Junayeed Ahnaf Nirjhor zombiegenerator at aol.com
Sat Jun 25 12:16:15 UTC 2011


আরে ভাই জনাব সাজেদুর রহিম জোয়ারদার সাহেব ফুল মেইল হেডার টা দিলেই তো ঝামেলা চুকে যায়। সবাই সব অফটপিক আলোচনা বন্ধ করে চলুন ওনার কাছে সেইটা চাই।


আর যদি উনি সেইটা কি তা না জানেন, তাহলে আমরা সবাই IRC তে ওনাকে সাহায্যও করতে পারি, তাই না?


নির্ঝর







From: Shabab Mustafa <shabab at linux.org.bd>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Friday, June 24, 2011 at 10:53 pm
Subject: Re: [Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

ঠিক আছে, কর্কশ ভাষা পরিহার করলাম। কষ্ট করে হলেও অপমান, অশোভন সবকিছু ভুলে
গেলাম।

টেকনিক্যালি কিছু করার জন্য যে প্রশ্নটার উত্তর পাওয়া দরকার সেটা হচ্ছে রিং তার
পোস্ট একনলেজমেন্ট ইমেইল পেয়েছেন কি না। এই প্রশ্নটার উত্তর কোথাও খুঁজে পাচ্ছি
না। দয়া করে আমার ব্যর্থতা মার্জনা করে পুনরায় উত্তর দিন।

যদি কেন্দ্রীয় স্প্যাম প্রতিরোধ ব্যবস্থা কারো ইমেইলকে স্প্যাম সন্দেহে আটকে
রাখে বা থ্রেট মনে করে মুছে ফেলে তাহলে এই লিস্ট অ্যাডমিন-মডারেটদের তেমন কিছু
করার নেই। এই বিষয়ে পরামর্শ হচ্ছে স্বাক্ষরে থাকা অপ্রয়োজনীয় লিংক সরিয়ে নিন।
মেইলি লিস্ট রিচ টেক্সট বা HTML সাপোর্ট করে না। লিংক দেবার প্রয়োজন হলে সরাসরি
কপি করুন, হাইপারলিংক পরিহার করুন।

এই বিষয়ে কেন্দ্রীয় মেইল লিস্ট অথরিটিকে জানানো হচ্ছে। দেখা যাক তারা কি বলেন।

আমার বিরক্তির কারণে অন্য কেউ বিরক্তবোধ করে থাকলে সেজন্য দুঃখিত।

---
Shabab Mustafa
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list