[Ubuntu-BD] আসুন আলাদা একটা সিগনেচার লিঙ্ক ব্যবহার করি
maSnun
mailbox at masnun.me
Fri Jun 24 08:38:56 UTC 2011
আমি যেটা করি - একটি জায়গায় আমার সবকিছু লিখে সেটা সিগনেচারে ব্যবহার করি । এক
লাইনের সিগনেচারটাকে আমার কাছে প্রফেশনাল মনে হয় ।
2011/6/24 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com>
>
> হ্যালো,
>
>
> আমাদের মাঝে দুই এক জনের সিগনেচার অনেক বড়। আমার মেইল ক্ল্যায়েন্টে এত এত
> লিঙ্ক (জনৈক মহাসচিব এর লিঙ্ক এ আবার কোন কাজ হয় না। ডেড লিঙ্ক) আলা মেসেজকে
> স্প্যামে দিচ্ছে (থান্ডারবার্ড) । আসুন আমরা সিগনেচার ছোট করি।
>
>
> আর নাহলে আরেকটা সাইটে সিগনেচার দিয়ে সেই লিঙ্ক শেয়ার করি। যদি কারো সত্যিই
> জানতে হয় যে ইনি কে, তিনি ঐ লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন।
>
>
> ধন্যবাদ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list