[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Thu Jun 23 17:40:03 UTC 2011
প্রিয় সবাই
আমার শারীরিক অসুস্থতার জন্য মেইল দিতে দেরী হওয়ায় আমি সবার নিকট
ক্ষমাপ্রার্থী।
১। এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে তার শুরুটাই হয়েছে আংশিক ভুল বোঝাবুঝি এবং
বাকীটা দূর্বল ভিত্তির উপরে প্রবল সন্দেহ নিয়ে।
২। আমি গতরাত্রে যখন মেইল দুটো পাঠিয়েছি সেটা মেইলিং লিস্টেই পাঠিয়েছি, কাউকে
ব্যক্তিগতভাবে নয়।
৩। শাবাবই বিষয়টা একটা থ্রেডে আলোচনার মাধ্যমে আমার গোচরে নিয়ে আসে। ওর মেইলটা
পড়েই আমি আর্কাইভে গিয়ে পরীক্ষা করি এবং দেখতে পাই আমার মেইল দুটোই নেই। অর্থাৎ
প্রযুক্তিগত কোন কারনে মেইল দুটো আমি পাঠালেও লিস্টে যায়নি।
৪। আমার প্রশ্নযুক্ত মেইলটা পাবার পর শাবাব এই থ্রেড শুরু করে কিন্তু মজার
ব্যাপার হলো এর আগে অন্তত সগীর ভাইয়ের কাছ থেকে জেনে নেয়া উচিত ছিলো যে উনি
নিজেই মেইলটা পেয়েছেন কি না?
৫। সন্দেহ আর অভিযোগের অঙ্গুলি কারো দিকে তোলার আগে এটা নিশ্চিত হওযা প্রয়োজন
যে অভিযোগটা আদৌ ধোপে টিকবে কি না?
৬। লিনাক্স ফোরাম (লিফো) এবং এই মেইলিং লিস্টে এরও আগে বহুবার আমি সহ অন্যান্য
সাধারন সদস্যদের পোষ্ট "হাঁসের পেটে" গিয়েছে এবং এই নিয়ে আমি সোচ্চার হওয়া
মাত্রই আমার দিকে চট করে সন্দেহের অঙ্গুলি নির্দেশ করা হয়। কেন?
৭। এই জুনের ১৩ তারিখের একট মেইল নিচে দিলাম সবাই দেখুন --
======================
---------- ফরোয়ার্ড করা বার্তা ----------
এর থেকে: zia mohi <ziamohi777 at gmail.com>
তারিখ: ১৩ জুন, ২০১১ ৮:৪৫ pm
বিষয়: Fwd: NFS 7 এবং Wine সম্পর্কিত সমস্যা
প্রতি: সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
প্রিয় রিং ভাই,
আমার মনে হচ্ছে কোনো কারণে হয়ত আমি যে মেইল গুলো উবুন্টু মেইলিং লিস্টে করছি
সেগুলো সবার কাছে যাচ্ছেনা I নিম্নের মেইলটি কি আপনি আগেও পেয়েছেন? দয়া করে
জানাবেন I আর নিম্নের মেইলটির সমাধান আশা করছি I
--
জিয়া
---------- Forwarded message ----------
From: zia mohi <ziamohi777 at gmail.com>
Date: 2011/6/13
Subject: NFS 7 এবং Wine সম্পর্কিত সমস্যা
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
আমার এক বন্ধুকে NFS 7 খেলবে বলে Wine ইনস্টল করলাম I কিন্তু speed.exe Wine
দিয়ে খুললে শুধু একটা কালো স্ক্রিন দেখা যাচ্ছে I ওর ল্যাপটপে অবশ্য পুরো ওএস
আপডেট করা হয়নি এবং এডব ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করা হয়নি I এ ব্যাপারে
সহযোগিতা কামনা করছি I
--
জিয়া
======================
৮। মেইলিং লিস্টের কোন ব্যবহারকারী যদি লিস্টে মেইল পাঠাবার পরে সুনিশ্চিত হতে
নাই পারে যে তার মেইলটা গিয়েছে কিনা তাহলে তার দায়ভার কে নেবে? আর যদি
পরবর্তীতে ওই মেইলের ঠিক পর থেকেই প্রত্ত্যুতরের মেইল দিলে সেটা লিস্টে যেতে
থাকে এবং পরবর্তীতে সেটা নিয়েই খোঁচা দিয়ে বক্তব্য দেয়া হয় তো সেই দায়টাই বা
কার?
৯। এ সংক্রান্ত প্রযুক্তিগত বিষয়গুলো যাঁরা দেখেন বা মানোন্নয়নের কাজে নিযুক্ত
আছেন তাঁরা যথাযথ ব্যবস্থা না নিয়ে যদি এভাবে সন্দেহমূলক, বিভ্রান্তিসৃষ্টিকারী
আর দ্বন্দ্বমূলক মেইল চালাচালি করতে থাকেন আর সাধারন ব্যবহারকারীরা সেখানে বুঝে
এবং না বুঝে বিভিন্ন মন্তব্যযুক্ত বক্তব্য দিতে থাকেন তো সে দায়ভার কার? এতে
করে অযথা আর ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত সাধারন ব্যক্তি(র/দের) মানসিক শান্তি
নষ্টের কারন সৃষ্টিকারী ব্যক্তিবর্গ কি কখনো ক্ষমাপ্রার্থী হবেন? নাকি
প্রযুক্তির উপরে দায় চাপিয়ে নিজের বক্তব্যকে পাশ কাটাবেন?
আমি আশা করি অযথা সন্দেহের তীর নিক্ষেপ না করে, আগামীতে যে কোন বক্তব্য পেশ
করার পূর্বে এই লিস্টের প্রশাসক, সমন্বয়ক এবং দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ
যথেষ্ট সচেতন এবং সতর্ক হবেন এবং প্রযুক্তিগত ক্রটিসমূহ দূর করে সেবার
মানোন্নয়ন ঘটিয়ে, কার্যকরী একটি লিস্টরূপে এই লিস্টটাকে সক্রিয় করতে উদ্যোগী
হবেন।
ধন্যবাদ সবাইকে।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list