[Ubuntu-BD] Audacity থেকে mp3 ফরম্যাটে ফাইল সেভ

Shabab Mustafa shabab at linux.org.bd
Wed Jun 22 18:20:27 UTC 2011


@ মেহদী ভাই,

AUP কোন অডিও ফাইল নয়। এটা Audacity এর প্রজেক্ট ফাইল। আপনি কোন কিছু এডিট করার
পর পুনরায় mp3 বা অন্য কোন অডিও ফরম্যাটে রূপান্তর করতে চাইলে আপনাকে Save নয়
Export করতে হবে। .aup ফাইলটি Audacity দিয়ে ওপেন করে File > Export নির্বাচন
করলেই mp3 ফরম্যাটে এক্সপোর্ট করার অপশন পাবেন।

2011/6/22 ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com>

> শাবাব ভাই
>
> আপনার উপর শান্তি বর্ষিত হোক।
>
> অডাসিটি তে কোন সাউন্ড এডিট করলে ডিফল্ট ভাবে Aup Format e থাকে। আচ্ছা mp3 বা
> অন্য কোন ফরম্যাটে কনর্ভাট করতে গেলে কোন সফটওয়ার লাগবে বলতে পারেন?
>
> মেহেদী
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


More information about the ubuntu-bd mailing list