[Ubuntu-BD] winff দিয়ে ফাইল কনভার্ট করতে পারছি না. . .

ZM.Mehdi Hassan mehdi680 at gmail.com
Wed Jun 22 16:52:46 UTC 2011


শাবাব ভাই

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

অডাসিটি তে কোন সাউন্ড এডিট করলে ডিফল্ট ভাবে Aup Format e থাকে। আচ্ছা mp3 বা
অন্য কোন ফরম্যাটে কনর্ভাট করতে গেলে কোন সফটওয়ার লাগবে বলতে পারেন?

মেহেদী


More information about the ubuntu-bd mailing list