[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
maSnun
mailbox at masnun.me
Tue Jun 21 15:18:49 UTC 2011
> আপনি তো দেষের কিছু করেন নাই, জানতে চেয়েছেন, আমরা আপনাকে সাহায্য করেছি,
> কিমিউনিটি তো থাকার একটি উদ্দেশ্য এটি কেউ জানতে চাইলে তাকে জানান। কিন্তু
> অনেকে ইচ্ছা এবং অনিচ্ছায় নিজেদের দন্দ্ব মেইলিং লিস্টে টেনে আনে। কারন জানি
> না। মেইলিং লিস্টে যোগ হয়েছি যখন মেইলিং লিস্ট প্রায় মৃত ছিল তখন, মেইলিং
> লিস্টের মর্ম তখন বুঝি নাই কারন লিফো ছিল, লিফো এখন নাই তাই মেইলিং লিস্টের
> মর্ম আমি এখন বুঝি। তাই চেষ্টা করি কেউ সাহায্য চাইলে তাকে নিজের জ্ঞানপর
> পরিধি
> থেকে সাহায্য করা।
>
ভাইয়া, এখানে নিজেদের দ্বন্দ্ব সবাই টেনে আনে না । অন্তত আমি বিশ্বাস করি কারো
সাথে আমার দ্বন্দ্ব নেই । মতবিরোধ আছে, অপছন্দ আছে, বিরক্তি আছে । কারো সাথে
ঝগড়া বা দ্বন্দ্বে না যাওয়ার চেষ্টা করি । কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে
আমরা অন্যের বিরক্তির কারণ না হই । এই যে দেখুন নিচে আপনার সিগনেচারটি । এটি
মোবাইল ফোনে পড়তে গেলে আমার অনেক খানি স্ক্রোল করা লাগে । আপনি একটু চেষ্টা
করলেই কিন্তু এটাকে এক বা দুই লাইনে আনতে পারেন । আর আপনারা যারা উবুন্টু বিডির
সক্রিয় সদস্য (আপনার সক্রিয়তা চোখে পড়ার মত), আপনাদের সবাই এমনিতেই চিনে, চিনবে
। সবার জন্য একটু কষ্ট করুন ।
আরেকটা বিষয় হল নিজের অপারগতা বোঝা এবং মেনে নেওয়া । আমি লিনাক্সে খুব বেশী
জ্ঞান রাখি না । আমার দৌড় টার্মিনালে কিছু কমান্ড, পাইথনে কিছু কোড আর বেশী
ল্যাম্প সার্ভার । আমার এই জ্ঞান নিয়ে আমার উচিৎ হবেনা নিজেকে মস্ত কিছু বলে
জাহির করা । অন্যরা সমাধান দেওয়ার পর ৩০-৪০ লাইনের আঁতলামি করাও খারাপ দেখায় ।
যদি আমার কিছু জানা থাকে তাহলে তাই দিয়ে সাহায্য করা আর না জানলে সম্ভাব্য
রেফারেন্স দেওয়া । হাতুড়ে সলিউশন দেওয়া খুব খারাপ কাজ বলে মনে করি ।
সবচেয়ে বেশী দরকার ইতিবাচক মনোভাব থেকে সমালোচনা গ্রহন করা । নিজের ভুল শুধরে
নেওয়া । এইযে আমি এত কথা বললাম । একটু পরে আমার কোন ভুল ধরিয়ে দিলে আমিই
গাই-গুই করব । মেনে নিতে কষ্ট হবে । এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে
পারব তত মঙ্গল হবে ।
শাবাব ভাই সেদিনের মেইলে একটা কথা বলেছিলেন আমরা কিন্তু ওপেন সোর্স ডেভেলপার
পাচ্ছি না কমিউনিটি থেকে । সবাই লিনাক্সের মস্ত বড় ফ্যান । কাজের বেলায় নাই ।
উইন্ডোজ আর মাইক্রোসফটের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন পারলে কিন্তু লিনাক্সের
জন্য একটা ড্রাইভার লেখার কেউ নাই । আমার যোগ্যতা নেই ড্রাইভার লেখার । আমি সি
পারি না । যারা পারেন তাদের অনুরোধ করব কিছু কাজ করুন । আমি দেখেছি সারিম খান
কে । ছেলেটা চুপ চাপ কিন্তু কাজ করে যাচ্ছে । মাঝে মাঝেই চ্যাটে নক করে পাইথনের
এটা ওটা জিজ্ঞাসা করে । খোঁজ নিলে জানা যায় লিনাক্সের জন্য কোন প্রোগ্রাম
বানাচ্ছে । আমাদের লিনাক্সের প্রচারক আছে অনেক । দরকার কিছু নিবেদিত প্রান
কন্টিব্রিউটার । যারা আমার মত স্বার্থপর হবেনা - নিজের কাজ নিয়েই ব্যস্ত
থাকবেনা, বড় বড় কথা বলে ঝিম মেরে যাবেনা, যারা সারিমের মত চুপ চাপ কন্ট্রিবিউট
করে যাবে ।
অফ টপিকে অনেক কিছু বলে ফেললাম । বিরক্ত করার জন্য দুঃখিত ।
ধন্যবাদ সবাইকে ।
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list