[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
Junayeed Ahnaf Nirjhor
zombiegenerator at aol.com
Tue Jun 21 07:52:45 UTC 2011
আপনারা হাতে গোনা কয়েকজন সক্রিয় লোক আছেন যারা লিনাক্সের প্রচার প্রসার করছেন
এবং নতুনদের সাপোর্ট দিচ্ছেন; এই আপনারা নিজেরা বিভক্ত হয়ে কি পাবেন বলে মনে
হয়। একজন আরেকজনে পছন্দ না হলে - ইগনোর করুন। আর লোকজন তো দেখতেই পারছে, কে
সঠিক। গায়ে মানে না আপনি মোড়ল কতদিন টিকবে। কথার ফাঁক ধরে, অপ্রাসঙ্গিক কথা
বাড়ানো বাদ দেন। লিনাক্সের যে বিষয়টি নিয়ে এই থ্রেডে শুরু হয়েছিলো, সেটি কোন
দিকে গেলো? আমরা কি একটি উপসংহার টানতে পারবো, থ্রেডের জিজ্ঞাসিত বিষয়ের?
আপনি যদি সেই বিখ্যাত আড্ডা (যেটি কিনা অনেক গুণি মানুষের এই লিস্ট ত্যাগের কারণ এবং বহু বিতর্কের জন্মদাতা) এর আগের আর্কাইভ দেখেন তাহলেই বুঝতে পারবেন এই মেইলিং লিস্টে কোন সমস্যা ছিল না। একজন মানুষ এসে বিভিন্ন ঝামেলা এবং অকারণ কোলাহল সৃষ্টি করলে অভিজ্ঞরা বিরক্ত হতেই পারেন। আর একজন মানুষ দিনের পর দিন মাসের পর মাস উত্যক্ত করলে চুপ করে বসে থাকা সম্ভব না।
কেউ মোড়ল হইতে চায় নাই। কেউ যদি নিজে নিজের ভুল স্বীকার করে চুপ চাপ থাকে এবং টু দ্যা পয়েন্টে উত্তর করে প্রশ্নের (আঁতলামী বাদ দিয়ে) তাহলেই এইগুলা ঝামেলা আর হয় না।
আমরা প্রচার প্রসার করি কোন স্বার্থ না দেখেই। তার মানে এই না যে আমরা সবাই অবতার। আমরা নিতান্তই সাধারণ মানুষ। এক হাত লম্বা অর্থহীন জিনিষপত্রের মহাসচিব লেখা সিগনেচার ই একজন সাধারণ মানুষকে উত্যক্ত করার জন্য যথেষ্ট।
লিনাক্স আমি একা ইউজ করলেও আমি না খেয়ে মরে যাব না, আর সারা বিশ্বের সবাই ইউজ করলেও আমার কিছু যাবে আসবে না। তাই এইটার প্রচার করি বলে আমাদের আলাদা ভাবে চিন্তা করার কোন যুক্তি দেখি না। এইটা একটা কার্ণেল। আর কিছু না।
যাই হোক, Ignorance is bliss. আমরা সবাই যদি জনৈক "Hardware Abstraction Layer" Enthusiast কে অবজ্ঞা করি সে মনে হয় খুব বেশীদিন আর হম্বি তম্বি করতে পারবে না।
নির্ঝর-
Twitter - @Nirjhor
More information about the ubuntu-bd
mailing list