[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
Tiger Jalil
tigerjalil at gmail.com
Tue Jun 21 05:46:01 UTC 2011
আপনারা হাতে গোনা কয়েকজন সক্রিয় লোক আছেন যারা লিনাক্সের প্রচার প্রসার করছেন
এবং নতুনদের সাপোর্ট দিচ্ছেন; এই আপনারা নিজেরা বিভক্ত হয়ে কি পাবেন বলে মনে
হয়। একজন আরেকজনে পছন্দ না হলে - ইগনোর করুন। আর লোকজন তো দেখতেই পারছে, কে
সঠিক। গায়ে মানে না আপনি মোড়ল কতদিন টিকবে। কথার ফাঁক ধরে, অপ্রাসঙ্গিক কথা
বাড়ানো বাদ দেন। লিনাক্সের যে বিষয়টি নিয়ে এই থ্রেডে শুরু হয়েছিলো, সেটি কোন
দিকে গেলো? আমরা কি একটি উপসংহার টানতে পারবো, থ্রেডের জিজ্ঞাসিত বিষয়ের?
2011/6/21 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> প্রিয় মাসনূন
>
> ২১ জুন, ২০১১ ৭:২৭ am এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>
> > রিং ভাইয়া, আপনার কাছে কিছু তথ্যের রেফারেন্স চেয়েছিলাম । অপেক্ষায় আছি ।
> সময়
> > করে একটু কষ্ট করে দিলে বাধিত থাকব ।
> >
>
> আপ্র, প্রফো সহ বিভিন্ন ফোরামে তথ্যগুলোর লিংক পাবে। আরো বিস্তারিত চাইলে একটু
> কষ্ট করে গুগলিং করে নাও। আর শাবাবের অনুবাদ আর সাইটেশনে উইকির এই
> লেখাটা<
> http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3
> >দেখতে
> পারো। এখান থেকেও অনেকগুলো লিংক আর রেফারেন্স পাবা।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list