[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Tue Jun 21 03:28:11 UTC 2011


Packaging/PPA <https://help.launchpad.net/Packaging/PPA> এখানে দেখুন।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




2011/6/21 Sazzad Hossain <sazzadais at gmail.com>

> ধন্যবাদ সবাইকে
> তবে PPA বলতে কি বোঝায় টা বললে ভাল হতো
>
>
> 2011/6/21 Tiger Jalil <tigerjalil at gmail.com>
>
> > মাইক্রোসফট আছে আনন্দে - বাংলাদেশে লিনাক্স এবং ওপেন সোর্স কম্যুনিটি যেভাবে
> > বিভক্ত হয়েছে, হচ্ছে এবং হবে...... ওদের আর খাটতে হবে না। মাইক্রোসফট
> ট্রোজান
> > হর্স সেঁধিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।
> >
> > সাধে কি আর আলেকজান্ডার পালিয়েছিলে। :)
> >
> >
> > 2011/6/21 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> >
> > > প্রিয় শাবাব
> > >
> > > ২১ জুন, ২০১১ ১:০৪ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd>
> লিখেছে:
> > >
> > > > @ রিং
> > > >
> > > > 'যাত্রা শুরু হয়েছিলো' শব্দত্রয় দিয়ে আপনি জনপ্রিয়তা বুঝিয়েছেন এই
> > ব্যাখ্যা
> > > "
> > > > 'নয়' বলে 'ছয়' বোঝাতে চেয়েছি"-র মতই পলকা।
> > > >
> > >
> > > 'যাত্রা শুরু হয়েছিলো' শব্দত্রয়ের আগে আমি "জনপ্রিয়তার" শব্দটা ভুলবশত বা
> > > বেখেয়ালে বসাইনি এটাই উল্লেখ করেছিলাম।
> > >
> > > আপনি, আমি কেউই স্বর্গদূত নই। ভুল হতেই পারে। আমার মনেহয় ভুল হয়ে গেলে
> > সেটাকে
> > > > ঘষে ঘষে আরো বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করার চাইতে স্বীকার করে শুধরে
> > > নেয়াটাই
> > > > বেশি বুদ্ধিমানের কাজ।
> > > >
> > >
> > > আপনি যে বিষয়টা নিয়ে বারংবার উল্লেখ করতে চাচ্ছেন সেটা উইকিপিডিয়া আর
> > > মাইক্রোসফটের সাইটে অতি সহজ লভ্য তথ্য। সেটা নজরে পড়ে নাই এতদিনে কিংবা
> আমি
> > > জানি না এমন নয়। আর আমি যে কথাটা বলেছি সেটাকে প্রতিষ্ঠিত করার কিছুই নেই।
> > আজো
> > > বিশ্বে উইন্ডোজ৯৮ চালিত কিছু পিসি পাওয়া যাবে কিন্তু ৯৫ চালিত নয়।
> > >
> > >  খুব ইতিবাচক ভাবেই বলছি, আপনার একটা অভ্যাস এর আগেও খেয়াল করেছি। আপনি
> ডান
> > > বাম
> > > > না ভেবেই পট করে বেকায়দা একটা কিছু বলে ফেলেন আর তারপর ইনিয়ে বিনিয়ে না
> না
> > > > কায়দায় সেটার ব্যাখ্যা এদিক সেদিক ঘোরাতে থাকেন। এতে আসলে আপনার মুখ
> > রক্ষার
> > > > চাইতে কালি-ই পড়ে বেশি।
> > >
> > >
> > > আমার কথাটার আবারো ভুল ব্যাখ্যা দাঁড় করানোর জন্য আপনাকে দোষ দিয়ে লাভ
> নেই।
> > > আমার জানামতে আমাদের কমিউনিটিতে কিছু মানুষ লেবু কচলাতে খুবই ভালোবাসেন।
> আর
> > > সেটা যদি হয় কোনমতে একটু রসালো হয় তো কথাই নেই। কচলানোর সাথে সাথে পারলে
> > একটু
> > > কাঁটাচামচের খোঁচা যদি দেয়া যায় তো মন্দ না।
> > >
> > > --
> > > রিং
> > > +8801671411437
> > >
> > > মহাসচিব
> > > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> > >
> > > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> > http://fossbd.org/index.php/event
> > > >"
> > > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> > ।।
> > > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > > সদস্য, উবুন্টু
> > > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list