[Ubuntu-BD] BURG recovery

Fazle Rabbi Dayeen mailme42 at gmail.com
Tue Jun 21 02:57:25 UTC 2011


আমার ডেস্কটপে BURG ইন্সটল করে ছিলাম, ইন্সটল করার কিছুদিন পর বার্গ এর
রেজুলেশন বদলাতে গিয়ে একটু এলোমেলো করে ফেলি।
তখন স্টার্ট আপ এ পুরো ব্ল্যাঙ্ক দেখানো শুরু করে।

 লাইভ সিডি থেকে গ্রাব ইন্সটল করে আপাতত চালাচ্ছি।
এখন বার্গ ফিরে পেতে চাইলে কি আবার নতুন করে BURG ইন্সটল করতে হবে? নাকি
কোনভাবে recover করা সম্ভব?

-- 
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/

আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list