[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Mon Jun 20 18:44:38 UTC 2011
২১ জুন, ২০১১ ১২:০৩ am এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
> কম্পিউটারে আমার হাতে খড়ি হয় উইন্ডোজ নাইন্টি ফাইভ দিয়ে ।
বেশ তো। ভালো তো।
২০ জুন, ২০১১ ৯:১২ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
> 2011/6/20 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > উইন্ডোজের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৮ সালে।
>
> তথ্য সঠিক নয়। Microsoft Windows এসেছিল ১৯৮৫ সালের ২০ নভেম্বর। NT পরিবারের
> সিস্টেম আসে ১৯৯৩ সালে। সন তারিখ উল্লেখ করার সময় উদ্ভট তথ্য না দিয়ে একটু
> লেখাপড়া করে নিলে ভাল হবে।
>
এই বাক্যটা দিয়ে বুঝিয়েছি যে জনপ্রিয় হিসেবে উইন্ডোজের যে ভার্সন সবার
দৃষ্টিকাড়ে সেটা। ভুল হয়েছে যে জনপ্রিয়তা বা নন্দিত হবার যে বিষয়টা আছে সেটা
স্পষ্ট উল্লেখ না করে।
ধন্যবাদ
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list