[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

Abhi arup281 at gmail.com
Mon Jun 20 15:10:58 UTC 2011


লিনাক্সে একেবারেই ভাইরাস নেই বা ভাইরাস বানানোর জন্য কেউ চেষ্টাও করেনি
সেটা ভুলেও ভাববেন না, অবশ্যই চেষ্টা হয়েছে বা বানানো হয়েছে, এই থ্রেডেই
আমার দেওয়া উইকিপিডিয়ার লিংকটি দেখলেই আন্দাজ পাবেন।
কিন্তু কেন এগুলো লিনাক্স সিস্টেমে কাজ করেনা সেটি উপরের মেইলগুলো দেখেই
উত্তর পেয়ে গেছেন আশাকরি।
সবশেষে একটি তথ্য দিয়ে শেষ করছি- সম্প্রতি এপলের ম্যাকে কিছু বিশেষ
ভাইরাস আক্রমন সংক্রান্ত খবরটি আশাকরি জানেন, এর পরিপ্রেক্ষিতে ম্যাক
ইউজারদের এন্টিভাইরাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অথচ একটা সময় ছিল
যখন সিকিউরিটি ও কার্ণেলের কারনে ম্যাক সিস্টেমকেও ভাইরাস প্রতিরোধী মনে
করা হতো। অর্থাৎ জনপ্রিয়তা, মার্কেট শেয়ার বা ফ্রি নাকি নন-ফ্রি এসব
বিবেচনা করে ভাইরাস বানানেওয়ালারা ভাইরাস বানান না, সকল সিস্টেমকে
টার্গেট করেই ভাইরাস বানানো হয়, কিন্তু সিস্টেমের আর্কিটেকচার আর
নিরাপত্তার কারনেই অনেক সিস্টেম ভাইরাস প্রতিরোধী আর অনেক সিস্টেমে এগুলো
প্রতিরোধী আলাদা প্রোগ্রাম (এন্টিভাইরাস ইত্যাদি) ব্যবহার করা হয়।
এমনকি উইন্ডোজ মানেই ভাইরাসের ডিপো এটা যারা মনে করেন তারাও কিন্তু ভুল!
বিশেষ করে উইন্ডোজ ৭ এধরনের সিকিউরিটিগত দিক থেকে এর পূর্ববর্তী ভিস্তা
বা এক্সপি থেকে বেশ উন্নত, যারা এটা ব্যবহার করেছেন তারাই জানেন এটি
অনেকাংশেই আগের ভার্সনগুলোর চেয়ে সিকিউরড।

On 6/20/11, shiplu <shiplu.net at gmail.com> wrote:
> যেকারণে উইন্ডোজের জন্য প্রোগ্রামাররা ভাইরাস বানানোর কথা চিন্তা করে।
> সেরকম কারণেই প্রোগ্রামাররা লিনাক্সকেই হ্যাক করার চিন্তা করে। উইন্ডোজ
> হ্যাকের চিন্তা করে না।
> উইন্ডোজ প্লাটফরমে খুব ভাল হ্যাকার হয়ে আর কয়টাই বা সার্ভার হ্যাক করতে পারবে?
>
> --
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> Innovation distinguishes between follower and leader
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list