[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Mon Jun 20 13:58:13 UTC 2011


ভাই সাজ্জাদ

প্রোগ্রামাররা ভাইরাস উবুন্টু কিংবা লিনাক্স মিন্ট কিংবা কোন লিনাক্স
ডিস্ট্রোর জন্য বানান না কিংবা ক্ষতিকারক কোড লেখা (ভুলে কিংবা ইচ্ছেকৃত)
হয় না এমন না। তবে বানিয়েও কোন ফায়দা নেই। কেননা রিপোতে যুক্ত করা যাবে
না। আর যেহেতু রিপো হলো লিনাক্স ভিত্তিক ওএসগুলোর কোন কেন্দ্রিয়
সফটওয়্যার বিতরন ব্যবস্থা তাই ছড়ানোটা সহজ নয়। আর তদুপরি আপনার সিস্টেমে
আসার পরেও সিস্টেম লেভেলে কোন কাজ করতে গেলেই সুপার ইউজারের অনুমতি
প্রয়োজন তাই ক্ষতিকারক কোড এসে আপনার সিস্টেমে বসে বাচ্চা ফুটাতে না পেরে
ভাইরাসের ন্যায় ক্যাপসুলেই বন্দী করে রাখে নিজেকে। :)

আর দাদা আপনি মনে হচ্ছে জানালাপন্থী একজন ব্যবহারকারী। তবে কথাবার্তা বলা
কিংবা লেখার সময় রসজ্ঞানের সাথে তীব্ররস জ্ঞানটাকেও সাথে রাখা জরুরী।
আপনি কি জানেন বিশ্বের ৯১ শতাংশ সার্ভারের ওএস কি? কিংবা কোন গোত্রের? আর
সার্ভারগুলো কি আপনার বা আমাদের বা অন্য কারো জন্য নন-কমার্শিয়াল
প্রোডাক্ট?

উইন্ডোজের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৮ সালে। বলুন দেখি ২০০৪ সালে এর
মার্কেট রেটিং কত ছিলো? এত্ত ভালো একটা প্রোডাক্ট সার্ভার এ? আর ২০০৪
সালে যাত্রা শুরু করা উবুন্টু ২০১১ সালেই পুরো বিশ্বের প্রায় ৪ শতাংশ
কম্পিউটার ব্যবহারকারীর মন কেড়েছে ইনশাল্লাহ আরো কাড়বে। ছয় বছরের নাবালক
তেইশ বছরের যুবার সাথে ডুয়েল লড়ছে এটা ছয় বছরের বাচ্চার জন্য সবসময়েই
গর্বের। তবে তেইশ বছরের যুবার জন্য বিষয়টা গর্বের কিনা তা আমার জানা নেই।
অপেক্ষা করুন সময়ের সাথেই জবাব পেয়ে যাবেন যে কোন ওএস টা 'গনমানুষের'
জন্য আর কোনটা নয়।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list