[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

Sazzad Hossain sazzadais at gmail.com
Mon Jun 20 10:20:21 UTC 2011


as far as i know viruses are written for mass commercial purposes and
Linux/Ubuntu are for not mass as few people use it though its 90000000% free
of 0.000000 US dollar and taka for PORA MAGNA....so creating virus for
Ubuntu is a wastage of brain....we all know most ubuntu programs
are distributed centrally by software
centre...soooo.............................

2011/6/20 ajom mahmud <ajomraj at gmail.com>

> Abhi Vai,
> বিষয়টি আপনার লেখা থেকে পরিস্কার ধারনা হলো।
> আপনাকে অনেক ধন্যবাদ।
>
> বিণত
> আজম মাহমুদ
> রাজশাহী।
>
>
>
>
> 2011/6/20 Abhi <arup281 at gmail.com>
>
> > এন্টিভাইরাস কিন্তু লিনাক্সের কোন ডিস্ট্রোর জন্য দরকার পড়েনা,কিন্তু
> > আপনি যদি উইন্ডোজ ডোমেইনে কাজ করেন ও অন্যান্য উইন্ডোজ মেশিনের সাথে ফাইল
> > শেয়ারিং করার দরকার পড়ে তখন ঐসকল মেশিনের নিরাপত্তার খাতিরে আপনাকে
> > এন্টিভাইরাস ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। কারন ধরুন আপনার অজান্তে কোন
> > ভাইরাসযুক্ত ফাইল আপনি শেয়ার করতে চাচ্ছেন, ঐটি আপনার লিনাক্স মেশিনে কোন
> > প্রভাবই ফেলবে না, কিন্তু আপনি যে উইন্ডোজ মেশিনে ফাইলটি শেয়ার করবেন
> > সেখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো না হলে কিন্তু সহজেই উক্ত মেশিনের ইউজার
> > ভাইরাসটি দ্বারা আক্রান্ত হবেন, সেক্ষেত্রে কোন ফাইল/ফোল্ডার শেয়ারের আগে
> > সেগুলো আপনার লিনাক্স মেশিন থেকে স্ক্যান করানোর জন্যই দরকার পড়ে
> > এন্টিভাইরাসের। যেমন- আমি নিজে প্রায় ২৬ ইউজারের একটি হোম নেটওয়ার্কে
> > যুক্ত যেখানে আমি ছাড়া বাকি সবাই উইন্ডোজ ইউজার। ফলে তাদের সাথে ফাইল
> > শেয়ারিংয়ের জন্য আমার ফেডোরা মেশিনে ESET nod32 antivirus ব্যবহার করতে
> > হচ্ছে।
> > আশাকরি আপনি এবার বুঝতে পারবেন। আরো জানতে নিচের লিংকে দেখতে পারেন-
> > http://en.wikipedia.org/wiki/Linux_malware
> >
> >
> > On 6/20/11, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com> wrote:
> > > ঐ সকল সাইটে এন্টি ভাইরাস দিয়েছে উইন্ডোজ কে রক্ষা করার জন্য। কোন লিনাক্স
> > > ডিস্ট্রোকে সার্ভার বানান হলে তার ক্লায়েন্ট উইন্ডোজ হতে পারে। এই সকল
> > উইন্ডোজ
> > > ক্লায়েন্ট যাতে ভাইরাস আক্রান্ত না হয় তাই এন্টিভাইরাস ব্যবহার করা হয়।
> > উবুন্টু
> > > মিন্ট বা কোন লিনাক্স ডিস্ট্রোর সিকিউরিটির জন্য এন্টিভাইরাস ব্যবহার করা
> হয়
> > > না।
> > > ----------------------------------------------------------
> > > Dedicated Linux Forum in
> > > Bangladesh<
> > http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> > > Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> > > Thank you
> > > Md Ashickur Rahman
> > >
> > >
> > >
> > >
> > > 2011/6/20 ajom mahmud <ajomraj at gmail.com>
> > >
> > >> প্রিয় সবাই,
> > >> নামি দামী বেশ কিছু এন্টিভাইরাস ওয়েবসাইটে লিনাক্স ও উবুন্টুর জন্যও
> > >> এন্টিভাইরাস দেখানো হয়েছে।
> > >> জানতে চাইছি যে, লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন
> > আছে
> > >> কি?
> > >> যদিও গত দুই বছর থেকে উবুন্টু নিয়মিত ব্যবহারের পর ভাইরাস সম্পর্কিত কোন
> > >> সমস্যায় পড়িনি।
> > >> ঐসব ওয়েব সাইটে কেন লিনাক্স ও উবুন্টুর জন্যও এন্টিভাইরাস দেখানো হয়েছে
> এই
> > >> ব্যাপারে বিস্তারিত
> > >> জানালে আমি সহ অনেকেই উপকৃত হতাম।
> > >>
> > >>
> > >> ধন্যবাদ সবাইকে
> > >>
> > >> বিণত
> > >> আজম মাহমুদ
> > >> রাজশাহী।
> > >> --
> > >> Ubuntu Bangladesh
> > >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> > --
> > -------------------------
> > Abhi
> > Opensource Enthusiast
> > My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> > Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> > E-mail <abhi_69 at ovi.com>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list