[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
Abhi
arup281 at gmail.com
Mon Jun 20 06:10:31 UTC 2011
এন্টিভাইরাস কিন্তু লিনাক্সের কোন ডিস্ট্রোর জন্য দরকার পড়েনা,কিন্তু
আপনি যদি উইন্ডোজ ডোমেইনে কাজ করেন ও অন্যান্য উইন্ডোজ মেশিনের সাথে ফাইল
শেয়ারিং করার দরকার পড়ে তখন ঐসকল মেশিনের নিরাপত্তার খাতিরে আপনাকে
এন্টিভাইরাস ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। কারন ধরুন আপনার অজান্তে কোন
ভাইরাসযুক্ত ফাইল আপনি শেয়ার করতে চাচ্ছেন, ঐটি আপনার লিনাক্স মেশিনে কোন
প্রভাবই ফেলবে না, কিন্তু আপনি যে উইন্ডোজ মেশিনে ফাইলটি শেয়ার করবেন
সেখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো না হলে কিন্তু সহজেই উক্ত মেশিনের ইউজার
ভাইরাসটি দ্বারা আক্রান্ত হবেন, সেক্ষেত্রে কোন ফাইল/ফোল্ডার শেয়ারের আগে
সেগুলো আপনার লিনাক্স মেশিন থেকে স্ক্যান করানোর জন্যই দরকার পড়ে
এন্টিভাইরাসের। যেমন- আমি নিজে প্রায় ২৬ ইউজারের একটি হোম নেটওয়ার্কে
যুক্ত যেখানে আমি ছাড়া বাকি সবাই উইন্ডোজ ইউজার। ফলে তাদের সাথে ফাইল
শেয়ারিংয়ের জন্য আমার ফেডোরা মেশিনে ESET nod32 antivirus ব্যবহার করতে
হচ্ছে।
আশাকরি আপনি এবার বুঝতে পারবেন। আরো জানতে নিচের লিংকে দেখতে পারেন-
http://en.wikipedia.org/wiki/Linux_malware
On 6/20/11, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com> wrote:
> ঐ সকল সাইটে এন্টি ভাইরাস দিয়েছে উইন্ডোজ কে রক্ষা করার জন্য। কোন লিনাক্স
> ডিস্ট্রোকে সার্ভার বানান হলে তার ক্লায়েন্ট উইন্ডোজ হতে পারে। এই সকল উইন্ডোজ
> ক্লায়েন্ট যাতে ভাইরাস আক্রান্ত না হয় তাই এন্টিভাইরাস ব্যবহার করা হয়। উবুন্টু
> মিন্ট বা কোন লিনাক্স ডিস্ট্রোর সিকিউরিটির জন্য এন্টিভাইরাস ব্যবহার করা হয়
> না।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/6/20 ajom mahmud <ajomraj at gmail.com>
>
>> প্রিয় সবাই,
>> নামি দামী বেশ কিছু এন্টিভাইরাস ওয়েবসাইটে লিনাক্স ও উবুন্টুর জন্যও
>> এন্টিভাইরাস দেখানো হয়েছে।
>> জানতে চাইছি যে, লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে
>> কি?
>> যদিও গত দুই বছর থেকে উবুন্টু নিয়মিত ব্যবহারের পর ভাইরাস সম্পর্কিত কোন
>> সমস্যায় পড়িনি।
>> ঐসব ওয়েব সাইটে কেন লিনাক্স ও উবুন্টুর জন্যও এন্টিভাইরাস দেখানো হয়েছে এই
>> ব্যাপারে বিস্তারিত
>> জানালে আমি সহ অনেকেই উপকৃত হতাম।
>>
>>
>> ধন্যবাদ সবাইকে
>>
>> বিণত
>> আজম মাহমুদ
>> রাজশাহী।
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
More information about the ubuntu-bd
mailing list