[Ubuntu-BD] লিনাক্সে windows media player plugin ইনস্টল সমস্যা

sagir khan sagir42 at gmail.com
Sun Jun 19 18:01:09 UTC 2011


ইন্টারনেটে যে রেডিও স্টেশনগুলো আছে সেগুলোর সার্ভার আইডি বাশিতে যোগ করে দিলে
সেখান থেকেই রেডিও শোনা যায়। কিন্তু এর জন্য সাইট থেকে লাইভ রেডিও windows
media player এ চালু করতে হয়। আমি উবুন্টু 10.04 এ প্রায় 12 টি অনলাইন রেডিওর
সার্ভার আইডি যোগার করেছিলাম। কিন্তু সেভ করতে মনে নেই।
এখন 11.04 এ দেখি মজিলা থেকে কপি করা যাচ্ছে না। windows media player plugin
টা কিভাবে ইনস্টল করবো?

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list