[Ubuntu-BD] Libre Office এর টুলবারের আইকনগুলো ছোট করবো কি করে?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sun Jun 19 06:26:54 UTC 2011


প্রিয় গৌতম দা

১৮/৬/১১ এ, Goutam Roy <gtmroy at gmail.com> লিখেছেন:
> আচ্ছা, লিব্রে অফিসে এই জাভার কাজটা কী? আমি একবার ভাবছিলাম জাভা তুলে দিব,
> কিন্তু এ ব্যাপারে কোনো কিছু জানি না বলে সাহস করি নি। জাভা না থাকলে কী হবে আর
> থাকলেই বা কী হবে- কেউ যদি বলতেন! ধন্যবাদ।

# ওপেন অফিস বা লিব্রে অফিসে ম্যাক্রো গুলো চলে জাভা রানটাইমের উপরেই।
# ওপেন অফিস বা লিব্রে অফিসে রাইটার প্রোগ্রামে লেটার উইজার্ড, ফ্যাক্স
উইজার্ড, এজেন্ড উইজার্ড,  ক্যাল্ক এ পকেট এক্সেল এ এক্সপোর্ট উইজার্ড,
ডাটাবেজ প্রোগ্রামে ক্রিয়েট ফর্ম উইজার্ড সহ বিভিন্ন উইজার্ড চলে জাভা
দিয়ে।
# রিপোর্ট এবং উইকি পাবলিশিং উইজার্ডগুলো চলতে জাভা সমর্থন থাকাটা জরুরী।

আমার ক্ষুদ্রজ্ঞানে যতটুকু জানি জানাবার চেষ্টা করলাম। ভুলভ্রান্তি থাকলে
ক্ষমা করে দেবেন।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list