[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি

Junayeed Ahnaf Nirjhor zombiegenerator at aol.com
Sat Jun 18 07:20:47 UTC 2011










From: Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Saturday, June 18, 2011 at 12:28 am
Subject: Re: [Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি

আমি নিজে যদিও এখন নোম ২ চালাই কারন ইউনিটি আর নোম ৩ আমার কাছে এখন পরিপূর্ণ
মনে হয় নাই। আর যেহেতু আমার ল্যাপী এবং উইনির ল্যাবে পিসি দেখে কিছু মানুষ
উবুন্টু মিন্ট চালাচ্ছে তাই নোম ২ এ আমি আছি।
নোম ৩ কেন পরিপূর্ণ মনে হয় নাই? কম্পিজে কি আছে যা মাটারে নাই? এক উবলি আর মিনিমাইজ ইফেক্ট ছাড়া?




ভবিষ্যতে সিফট করলে উইনিটিতে করব, কারম নোম ৩ এ কম্পিজ নাই আর কম্পিজ ছাড়া
উবুন্টু ডেক্সটপ ফাঁকা ফাঁকা লাগে।

অ:ট:

সমস্যা নিয়ে আলাদে মেইল করলে ভাল হয়।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




2011/6/16 Abhi <arup281 at gmail.com>

> @রনি ভাই,
> প্রথমে আপনি নিচের কমান্ডটি দিয়ে দেখুন আপনার ওয়াই-ফাই এডাপ্টারের সম্পর্কে-
> lspci
> যেমন আমার ক্ষেত্রে এটি-
> Network controller: Realtek Semiconductor Co., Ltd. RTL8191SEvB
> Wireless LAN Controller (rev 10)
> ফেডোরায় বিল্ট-ইন অনেক ওয়াই-ফাই ড্রাইভার দেওয়া নেই, ফলে এডাপ্টার পেলেও
> ওয়াই-ফাই কানেক্ট হয় না, আপনি এর জন্য ড্রাইভার নামিয়ে ইন্সটল করে নিন।
> যেমন আমি রিয়েলটেক সাইট থেকে লিনাক্স ড্রাইভার নামিয়ে কম্পাইল করে ইন্সটল
> করেছি, এরপর নেটওয়ার্ক ম্যানেজারে ওয়াই-ফাই সেটআপের জন্য অপশন এসেছে এবং
> আমি ওয়াই-ফাই ইউজ করতে পারছি।
> আপনিও ড্রাইভার ইন্সটল করে নিন,আশাকরি কানেক্ট হবে।
>
> On 6/16/11, Md Arif Ahmed Roni <roni21iut at gmail.com> wrote:
> > ইউনিটি থেকে নোম৩ ভাল লেগেছে বেশি...বিশেষ করে এম্পেথিতে নিচে থেকে চ্যাট
> উইনডো
> > যেভাবে উঠে :D
> >
> > যাই হোক আমার WIFI এর সমস্যা আছে...কানেক্ট হয় না। এটা কিভাবে সল্ভ করলেন
> abhi
> > ভাই?
> >
> >
> > Best Regards
> > _________________
> > Md. Arif Ahmed Roni
> > Universität Ulm
> > Ulm, Germany
> > +4917621658448
> >
> >
> > 2011/6/13 Abhi <arup281 at gmail.com>
> >
> >> @সাদি ভাই,
> >> দেখুন ফেডোরায় বাগ আছে বা ফেডোরা ঘন ঘন ক্রাশ করে এগুলো কিন্তু নতুন কোন
> >> কথা নয়, দীর্ঘদিন ধরে এসব কথা শুনে আসছে সবাই, এসব কথাতে সত্যতাও আছে।
> >> আমি প্রথম ফেডোরা ইউজ করি ফেডোরা ৯ দিয়ে, এরপর ১১ পর্যন্ত একটানা ইউজ
> >> করে এসব নানা কারনে বিরক্ত হয়েই কিন্তু উবুন্টুতে শিফট করেছিলাম। এরপর
> >> কতকটা এসব কারনেই আর ফেডোরায় যাওয়া হয়নি, কিছুটা আশংকা, আর কিছুটা
> >> গুজব। তবে ফেডোরা ১৫ রিলিজের পর আমার ভুল ভাঙ্গে, দেখলাম অন্য যেকোন
> >> পূর্ববর্তী ভার্সনের চেয়ে এটি অনেক বেশি স্ট্যাবল। ক্রাশ, এরর বা এধরনের
> >> সমস্যা উল্লেখযোগ্যহারে কম। আমার সমস্যা হয়েছিল মূলত দুটি- ওয়াই-ফাই ও
> >> সাম্বা শেয়ার নিয়ে। ওয়াই-ফাই ড্রাইভার কম্পাইল করে নেওয়ার পর ঠিক
> >> হয়ে গেছে এবং সাম্বার ব্যাপারটিও সমাধান করেছি ফোরাম ও IRC এর সাহায্য
> >> নিয়ে। এছাড়া কিছু ছোটখাট ত্রুটি আছে এবং এগুলো যে সব লিনাক্স
> >> ডিস্ট্রোতেই কম-বেশি আছে তা তো মাসনুন ভাই বলেইছেন।আরেকটা কথা মনে রাখতে
> >> হবে যে, গ্নোম ৩ এখনো বেশ নতুন, ধীরে ধীরে সামনে এগুলে এসব অনেক ত্রুটিও
> >> ঠিক হতে থাকবে। আর ফেডোরাতে কি কি ফিচার আছে তা তো নির্ঝরের মুখেই
> >> শুনলেন। সবমিলিয়ে আমরা ফেডোরা ১৫ ব্যবহার করে ভালো লাগছে বলেই কিন্তু
> >> এটা ব্যবহার করছি।
> >> আশাকরি আপনি এবার বুঝতে পারবেন।
> >>
> >> On 6/13/11, Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com> wrote:
> >> >
> >> >
> >> >
> >> >
> >> >
> >> > [অফটপিক]কি কন ভাই ফেডোরা তো বাগ্ (বাঘ-ভালুক টাইপের বিরক্তি কর কিছু
> >> > প্রোগ্রামিং এরর :p)আড্ডাখানে।আমি বুঝি না কেন যে আপনারা আভিজ্ঞ লোকজন
> >> ফেডোরা
> >> > ব্যবহার করেন?! আমার মনে হয় ফেডোরা থেকে ডেবিয়ান অনেক ভালো।তবে আমি কাউ
> >> > খোচা
> >> > দিয়ে কিছু বলি নি এইটা আমার অকান্ত নিজেস্ব মতামত।আমার কোন ভুল হলে দয়া
> করে
> >> মাফ
> >> > করে দিয়ে।আমি অবশ্য বুন্টু-মিন্টু ব্যবহারকারী।:p
> >> >
> >> >
> >> >
> >> > ফেডোরাতে বাগ আছে কিছু কিন্তু ফিচারও বেশী। নোম ৩ একমাত্র ফেডোরাতেই আছে
> >> > (স্যাবায়ন মেইনস্ট্রিম কিছু না) আর প্রেস্টো ডেল্টা হল সবচেয়ে বড় পয়েন্ট
> >> ফেডোরা
> >> > ইউজ করার ।
> >> >
> >> >
> >> > প্রেস্টো ডেল্টা হল একটা ইয়াম (ফেডোরার প্যাকেজ ম্যানেজার) প্লাগইন যা
> >> > আপডেট
> >> > সাইজ অনেক কমিয়ে দেয়। কিভাবে? মনে করুন আপনার একটা প্যাকেজ এর সাইজ ৫০
> মেগা
> >> ।
> >> > প্যাকেজটার পুরাতন ভার্সন আপনার পিসিতে আছে। পুরাতন থেকে নতুনটার চেঞ্জ
> >> > ধরেন
> >> ৫
> >> > মেগা। এখন প্রেস্টো প্রথমে ঐ ৫ মেগা নামাবে তারপরে আগের ভার্সন টার
> >> অপরিবর্তিত
> >> > অংশ আর এই পরিবর্তনটুকু নিয়ে নতুন বিল্ড করবে (এইটা খুব সরল করে বলা,
> >> > টেকনিক্যাল অংশে গেলাম না) । এতে আপডেট সাইজ ৮০% এর বেশী কমে যায়। আমাদের
> >> > বগুড়াতে ভালো নেট নাই। তাই এইটা একটা ভরসা।
> >> >
> >> >
> >> > আরো অনেক ফিচার ফেডোরাতে আছে। উদাহরণঃ systemd, selinux, gallium etc ও
> >> আরেকটা
> >> > কথা, ফেডোরা সব প্যাকেজ এর ব্লিডিং এজ ভার্সন দেয়।
> >> >
> >> >
> >> > এগুলাই প্রধান কারণ। ধন্যবাদ ভাইয়া। মতামত জানাবেন আরো কিছু জানার থাকলে।
> >> >
> >> >
> >> > নির্ঝর
> >> > --
> >> > Ubuntu Bangladesh
> >> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> >>
> >> --
> >> -------------------------
> >> Abhi
> >> Opensource Enthusiast
> >> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> >> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> >> E-mail <abhi_69 at ovi.com>
> >> --
> >> Ubuntu Bangladesh
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list