[Ubuntu-BD] Libre Office এর টুলবারের আইকনগুলো ছোট করবো কি করে?

sagir khan sagir42 at gmail.com
Fri Jun 17 15:11:45 UTC 2011


অপেন অফিসে একটি অপশন ছিল আইকনগুলো ছোট করার। এতে করে সবগুলো আইকন টুলবারে চলে
আসতে। এটি করেছিলাম কারন অপেন অফিসের টুলবারের আইকনগুলো এত বড় যে দুইএকটা টুল
ড্রপডাউন মেনুতে চলে যায়। একই অবস্থা লিব্রা অফিসে। কয়েকটা টুলস বাদ দিয়ে
দিয়েছি কিন্তু তার পরও স্থান সংকুলন হচ্ছে না।
লিব্রা অফিসে কি করে টুলবারের আইকনগুলো ছোট করবো?

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list