[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি

Junayeed Ahnaf Nirjhor zombiegenerator at aol.com
Mon Jun 13 05:21:16 UTC 2011



"একটা প্রস্ন ছিল, উবুন্টু পছন্দ না হলে উবুন্টু'র মেইলিং লিস্টে যোগ দিলেন কেন?"


সুন্দর প্রশ্ন করেছেন ভাই। প্রথম ও প্রধান কারণ আমি বিভিন্ন জনকে সাহায্য করতে পারি যেহেতু আড়াই বছর ধরে লিনাক্স ইউজ করছি। আরেকটা কারণ অনেকসময় অনেকে হাস্যকর কথা বলে (HAL এর কথা বলছি আরকি) সেগুলা পড়ে মনখুলে হাসতে পারি। জীবনে তো হাসির প্রয়োজন রয়েছে, তাই না?

আর আমি যখন ২০০৯ এ লিনাক্স ইউজ শুরু কইর (এস এস সি এর পরে) তখন ময়ূক ভাই (শাহরীয়ার তারিক) আমাকে অনেক হেল্প করেছিলেন এবং আমাকে এখানে আসার পরামর্শ দিয়েছিলেন। জনৈক হাল বাবার আগমণ না হওয়া পর্যন্ত মেইলিং লিস্টে অনেক শিক্ষামূলক বিষয় আলোচলা হত। সবাই জানতে চাইত কেমন করে কি হয়। কূটনীতি চর্চা হত না এখানে, জ্ঞান চর্চা হত (বিশ্বাস না হলে আর্কাইভ দ্রষ্টব্য) ।

যাই হোক, এখনও আছি মন খুলে হাসার জন্য। এবং অবশ্যই যৌক্তিক প্রশ্নে আপনাদের সাহায্য করার জন্য। নিজের ও কিছু সাহায্যের প্রয়োজন হয় এখনও।

সালাম।

নির্ঝর।


More information about the ubuntu-bd mailing list