[Ubuntu-BD] উবুন্টু পিসি কিনতে চাই
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Mon Jun 13 05:08:12 UTC 2011
প্রিয় হাবীব
১৩ জুন, ২০১১ ১১:০৫ am এ তে, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> লিখেছে:
> ঢাকা বা চট্টগ্রামে কি উবুন্টু'র উপযোগী কম্পিউটার কোথাও বিক্রি হয়? কিংবা
> আমি যদি দোকানে গিয়ে বলি যে উবুন্টুর জন্য কম্পিউটার দরকার তবে কোন কোন দোকানে
> সাহায্য পেতে পারি?
>
এই থ্রেডেই আপনার প্রশ্নের উত্তরে আমি আপনাকে উবুন্টু উপযোগী পিসির কনফিগারেশন
দিয়েছি। আপনি ওই কনফিগারেশনের পিসি ঢাকা কিংবা চট্টগ্রাম কিংবা বাংলাদেশের যে
কোন কম্পিউটার মার্কেট থেকেই কিনতে পারবেন।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list