[Ubuntu-BD] উবুন্টুতে ওপেন অফিস বা অন্যান্য অ্যাপ্লিকেশনে বাংলায় লেখার পদ্ধতি সমূহ

sagir khan sagir42 at gmail.com
Sun Jun 12 08:06:06 UTC 2011


এরকম আরো কিছু সমস্যা বর্তমান। এখন মনে পড়ছে না। এটি কি কোন রকমের বাগ?
তবে এই সমস্যা সামহোয়ারইনব্লগের ইনিবিজয়ে টাইপ করতে গেলে হয়। তাই মনে হচ্ছে এটি
টাইপিং সিসটেমের সমস্যা।

১২ জুন, ২০১১ ১:০৩ pm এ তে, ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com> লিখেছে:

> সগির খান
>
> হ্যা এটা আসলেই সমস্যা। কখনও প্রয়োজন হয়নাই, তাই আগে জানতামনা। আমিও চেষ্টা
> করলাম পারলামনা।
> --
> শ্যামলিমা
> +8801678702533
>
> সভাপতি
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list