[Ubuntu-BD] যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Sun Jun 12 04:57:10 UTC 2011


মেইলিং লিস্টে কেউ যদি অফটপিক পোস্ট করেন তবে দয়া করে মেইলের সাবজেক্ট/বিষয় এ
ব্র্যাকেট/বন্ধনী'র ভেতর দয়া করে [অফটওপিক]/[Offtopic] লিখে দেবেন।

ভাই সাজ্জাদ,
এই মেইলিং থ্রেডের সাবজেক্টটি দেখুন - "যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে
রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন"। আর আপনার মেইলের
বিষয়বস্তুটি হচ্ছে "আপনি কিভাবে উবুন্টুতে বাংলা লিখবেন"। দুটোর বিষয়বস্তুর
মধ্যে একেবারেই কোন মিল নেই। সেজন্যই শাবাব ভাই আপনাকে নতুন সাবজেক্ট করে আপনার
সমস্যা আলাদা করে মেইল করতে বলেছেন। আপনি আপনার সমস্যা নিয়ে
ubuntu-bd at lists.ubuntu.com ঠিকানায় "উবুন্টুতে বাংলা লেখা সমস্যা" অথবা "How
to write Bangla in Ubuntu" সাবজেক্ট দিয়ে আলাদা ইমেইল করুন।






-- 
M. Adnan Quaium
https://launchpad.net/~adnan.quaium
https://wiki.ubuntu.com/maqtanim
http://adnan.quaium.com/


More information about the ubuntu-bd mailing list