[Ubuntu-BD] যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন

maSnun mailbox at masnun.me
Thu Jun 9 18:48:18 UTC 2011


ধন্যবাদ শাবাব ভাই ।

2011/6/10 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> আমরা তিলকে যে তাল বানাতে ওস্তাদ এইটা হচ্ছে তার আরেকটা নজির। প্রথম কথা, একটা
> অভ্রের বাগ নয়। এটি সুতন্বী এমজে ফন্টের সমস্যা। এর এক ভার্সনের সাথে অন্য
> ভার্সনের কোডের মিল নেই। যারা বিজয়ে লেখালেখি করেন তারা এটা ভাল করেই জানেন।
> অতএব, অমিক্রন ল্যাবের এই ব্যাপারে মাথাব্যথা কম।
>
> দ্বিতীয় কথা, গত কয়েকদিন ধরে অমিক্রন ল্যাবের রিফাত উন নবীকে সিফাত, যার
> টুইটার
> আইডি @saiftheboss7 [0] , বার বার গুতাচ্ছিলেন যে অভ্রের ANSI আপডেট করার
> জন্য।
> তার মতে, প্রচুর লোকের এই সমস্যা হচ্ছে। রিফাত উন নবী এর পরিপ্রেক্ষিতে খুব
> ক্যাজুয়ালি একটি টুইট করেছেন: [1]
>
> @saiftheboss7 <http://twitter.com/saiftheboss7>
> @potasiyam<http://twitter.com/potasiyam>I can implement this as an
> option only if you can gather enough supporter :D
> > Make a #avro <http://twitter.com/#%21/search?q=%23avro> tweet and tell
> > them to RT
> >
>
> এর আগের একটি টুইটে তিনি টেকনিক্যাল ব্যাপারও পরিষ্কার করেছেন [2]:
>
> @potasiyam @saiftheboss7 It is not a bug of #avro, you are using latest
> > version of SutonnyMJ. It has 4~5 variations, we only support one.
> >
>
>
> উল্লেখ্য যারা টুইটার কালচারে অভ্যস্ত তারা জানবেন যে হ্যাশট্যাগ-সহ রিটুইট
> টুইটারে খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা শুধুমাত্র টুইটারে সীমাবদ্ধ সেটি
> সিফাত অতি উৎসাহের চোটে গিয়ে প্রজন্ম ফোরাম[3] এবং রংমহল ফোরামে[4] গিয়ে টপিক
> খুলেছেন (আরো কোথাও খুলেছেন কিনা সে ব্যাপারে জ্ঞাত নই) এবং লোকজনকে টুইটারে
> গিয়ে টুইট করতে বলছেন। তার পোস্ট পড়ে আমাদের এই আশিকুর রহমান নূর প্রতিক্রিয়া
> দিয়েছেন [5]:
>
> একটা ফোরামে শেয়র করলাম+ গুগল বাজ+ ভাইয়ের ফেস বুক, দেখি মেইল পাঠায় স্পামিং
> > করব চিন্তা করছি।
> >
>
> এবং সেইসাথে তিনি বিভিন্ন মেইলিং লিস্টে ক্রস পোস্টিং করে স্প্যামিং করছেন।
>
> ইতিমধ্যেই রিফাত উন নবী তার বক্তব্য প্রজন্ম ফোরামের ওই টপিকে পোস্ট করেছেন।
> [6]
>
> টুইটারে রিটুইট করা আর মেইলিং লিস্টে স্প্যাম মেইল পাঠানো এক কথা নয়। টুইটারের
> বাইরে এই ধরণের প্রচারণায় অমিক্রন ল্যাবের কেউ উৎসাহ দেয় নি এবং এই ধরণের
> স্প্যামিংয়ের দায় নিতেও অপারগ। তবু কেউ যদি বিব্রত হয়ে থাকেন সেজন্য আমি
> অমিক্রন ল্যাবের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।
> ---
> Shabab Mustafa
>
> [0]  https://twitter.com/#!/saiftheboss7
> [1]  http://twitter.com/#!/rifat/status/78844887927234560
> [2]  http://twitter.com/#!/rifat/status/78840769217179650
> [3]  http://forum.projanmo.com/post308356.html
> [4]  http://www.rongmohol.com/topic17832.html
> [5]  http://forum.projanmo.com/post308356.html#p308356
> [6]  http://forum.projanmo.com/post308385.html#p308385
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list