[Ubuntu-BD] যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া করে রিটুইট করুন

Goutam Roy gtmroy at gmail.com
Thu Jun 9 17:33:42 UTC 2011


...কিন্তু অভ্র ডেভলপাররা যদি এটাকে সমস্যাই মনে করেন, তাহলে টুইটের জন্য
বসে থাকবেন কেন? এটি কোন ধরনের পলিসি যে পর্যাপ্ত টুইট হলে নতুন ফিচার
ইম্পলিমেন্ট করতে হবে?

গৌতম

On 6/9/11, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com> wrote:
> অভ্র এ আনসি সাপোর্ট এসেছে কিছুদিন আগেই। কিন্তু কিছু বাগ রয়ে গেছে। এই আনসি
> সাপোর্টে বেশ কিছু বাগ রয়ে গেছে। প্রায় ৯-১০টি হরফে সমস্যা করে। এই বাগটি
> সল্ভ করাতে চাইলে একটি সহজ উপায় আছে।
>
> জাস্ট এই ম্যাসেজটি রিটুইট করুন।
>
> RT if you want #new #SutonnyMJ support in #Avro5 @omicronlab @potasiyam
>>
>> অভ্র ডেভেলপাররা কথা দিয়েছেন যদি পর্যাপ্ত টুইট হয় তাহলে নতুন এই ফিচারটি
> তারা ইম্পলিমেন্ট করতে রাজি আছেন। :)
>
> যদি বিজয়কে চিরদিনের জন্য পিসি থেকে রিমোভ করতে চান তাহলে এই ম্যাসেজটি দয়া
> করে রিটুইট করুন। So Keep Retweet :)
>
> (ব্যাপারটি অনেকটা ভোটের মত  :))
>
> সূত্র <http://forum.projanmo.com/topic27118.html>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


--


More information about the ubuntu-bd mailing list