[Ubuntu-BD] Ubuntu 10.04 installation problem

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Thu Jun 9 03:22:46 UTC 2011


blackperl curse ভাই কাজ না হলে জানাবেন। আমরা আছি বন্ধ জগতের ব্যবহারকারীদের
মুক্ত জগতের স্বাদ দিতে।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




2011/6/9 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় সুধী
>
> 2011/6/6 blackperl curse <blackperl30 at gmail.com>
>
> > I want to install ubuntu 10.04 in my pc but i have some problem such as i
> > have two hard disk. First one is 200GB and second one is 80GB. Both hard
> > disk contains windows Xp Sp2 in primary partition and boot file runs from
> > first hard disk. Now i want to use ubuntu 10.04 in my first hard disk
> with
> > keeping those two XP operating system. Please
> > send me the instruction how to setup ubuntu and also keep those two
> windows
> > xp.
> >
>
> আপনি আপনার দুটো হার্ডডিস্কের যে কোন একটা কে বেছে নিন। যেকোন হার্ডডিস্ক থেকে
> একটা পছন্দের পার্টিশন বেছে নিন যেটাতে কমপক্ষে ২০ জিবি মতো ফাঁকা স্পেস আছে।
> আর না থাকলে একেবারে শেষের পার্টিশনটা সব ডাটা সরিয়ে নিয়ে ফরম্যাট করে নিন।
>
> এবার আপনার উবুন্টু ইনস্টল করতে আর কোন বাধা নেই। শুধুমাত্র পার্টিশন করার সময়
> সরাসরি ওই ২০ জিবি/খালি পার্টিশনটাকে ১৮জিবি রুট (/) এবং ২জিবি সোয়াপ
> পার্টিশনে
> বিভক্ত করুন। ব্যস কাজ শেষ। সেটাপ শেষে আপনার দুটো হার্ডডিস্কের এমবিআর এ থাকা
> বুট লোডার দুটোই উবুন্টুর সাথে দেখতে পাবেন। যখন যেটাতে মনে চায় বুট করুন।
>
> আর উবুন্টু/লিনাক্স সংক্রান্ত যে কোন প্রয়োজনে সরাসরি মুঠোফোনে যোগাযোগ করতে
> পারেন।
>
> ধন্যবাদ।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list