[Ubuntu-BD] Linux Mint লাইভ সিডি থেকে চালানো যায়?

sagir khan sagir42 at gmail.com
Wed Jun 8 13:40:40 UTC 2011


যাক শুনে ভাল লাগলো। ঠিক আছে আমি সংগ্রহ করবো। আপনাকে ফোন করে আমি যোগার করে
নিবো।

৮ জুন, ২০১১ ১০:৫৬ am এ তে, ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com> লিখেছে:

> "আবার জিগায়!"
>
> আরাফাত ভাই এর এই উত্তর ই যুক্তিযুক্ত। আপনি নিঃসন্দেহে চালান। এটা যেহেতু
> পুরো কমিউনিটি প্রডাক্ট, কাজেই সকল কোডেক দেয়াই থাকে। অডিও, ভিডিও সহ অনেক
> কিছু প্লাগ এন্ড প্লে। তবুও আমরা সফটওযারের একটা বিশাল কালেকশন দিয়ে(৫ জিবির
> উপর) সহ একটা কাষ্টমাইজ ডিভিডি তৈরী করিয়েছি। টোটাল জায়গা ৮ জিবির মত। আপনি
> সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।
> --
> শ্যামলিমা
> +8801678702533
>
> সভাপতি
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list