[Ubuntu-BD] লুসিডে ভার্চুয়াল বক্স কাজ করছে না

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Wed Jun 8 08:19:52 UTC 2011


প্রিয় নূর

৮ জুন, ২০১১ ১:৫৬ pm এ তে, Md Ashickur Rahman Noor
<ashickur.noor at gmail.com>লিখেছে:

> করলাম তো রেপো থেকেই তাও কাজ করে না।
>

ভার্চুয়াল বক্স টা পুরো আনইনস্টল করার পর .VirtualBox নামে ফোল্ডারটা তোমার
ইউজারের ডিরেক্টরি থেকে মুছে দাও।তারপর আবার ইনস্টল করো। আশা করি এবারে কাজ
হবে।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list