[Ubuntu-BD] OpenOffice.Org মেনুতে দেখাচ্ছেনা. . .
sagir khan
sagir42 at gmail.com
Sun Jun 5 12:20:41 UTC 2011
সিন্যাপটিকে openoffice.org-gnome পাওয়া গিয়েছে। ইন্সটল দিলাম। কম্পিউটার
রিস্টার্ট দিলাম। ইডিট মিনুতে গেলাম। সব করা শেষ কিন্তু অপেন অফিস এখনো শ্যো
করছে না. . .
৫ জুন, ২০১১ ১০:৫৭ am এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>লিখেছে:
> প্রিয় সগীর ভাই
>
> ৫ জুন, ২০১১ ৯:১৩ am এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
>
> > ভাই মনে করতে পারছি না কোন পরামর্শের কথা বলছেন. . .এই থ্রেডে আগে আপনাার
> কোন
> > পরামর্শ দেখলাম না।
> > ক্ষমা চাচ্ছি একটু কি মনে করিয়ে দিবেন. . .
> >
>
>
> আমি এই পরামর্শটা আপনাকে দিয়েছিলাম --
>
> ৪ জুন, ২০১১ ২:১০ am এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
>
> OpenOffice.org উবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকে ইনস্টল করলাম। কিন্তু সমস্যা
> > হল এটি Application>office এ দেখাচ্ছে না। কম্পিউটার একবার রিস্টার্স দিলাম।
> > কিন্তু তাও কাজ হচ্ছে না। ইডিট মিনুতে গিয়ে দেখলাম তাতেও নেই।
> >
>
> ভাই আপনি মনে হয় উবুন্টু ১১.০৪ ব্যবহার করেন। এই সংস্করন থেকে উবুন্টু তে
> লিব্রেঁ অফিস প্যাকেজ হলো পূর্বনির্ধারিত অফিস স্যুইট। তাই আপনাকে অন্য যে কোন
> অফিস স্যুইট ইনস্টল করলেই সেটার মেন্যু ইন্টিগ্রেশন প্যাকেজ টাও ইনস্টল করে
> দিতে হবে। তা না হলে কোন মেন্যু এন্ট্রি খুঁজে পাবেন না।
>
>
> > এখন কি করবো?
> >
>
> আপনি একটু খেয়াল করে দেখুন সিন্যাপটিকে openoffice.org-gnome অথবা
> openoffice.org-debian-menus নামে প্যাকেজ দেখতে পাবেন। এ দুটোর যে কোন একটা
> কে
> ইনস্টল করে ফেলুন।
>
> ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
>
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list