[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

maSnun mailbox at masnun.me
Sun Jun 5 05:36:53 UTC 2011


2011/6/5 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> ভাই হাবীব কবির
>
> ৫ জুন, ২০১১ ১০:০৭ am এ তে, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> লিখেছে:
>
> >
> >
> http://www.masnun.me/2011/06/03/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9.html
> >
> >
> > উপরের এই লিংকটা কি এই থ্রেডে রিপ্লাই করা করা একই মাসনুন সাহেবের লেখা? যদি
> > সেটা হয় তবে ভাই আমি খুবই বিভ্রান্ত। আপনারা একদিকে উবুন্টুকে ভাল বলছেন
> আরেক
> > দিকে সেটাকে বাঁশ মারছেন। জানতে পারি কি কেন? এই থ্রেডের প্রথম দিকের
> > রিপ্লাইয়ে মাসনুন
> > সাহেয়েবের লেখা পড়ে মনে হয়েছিল যে উনি বলছেন উবুন্টু ভাল গতিতে এগিয়ে
> > যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে না উনি আসলে উবুন্টুকে পচাচ্ছেন, উনি তার লেখাতে
> > বলেই দিয়েছেন যে উবুন্টু মোটেও উইন্ডোজের সমান নয়। যেটা শাবাব সাহেব যেটা
> > বলছেন যে " উইন্ডোজের
> > সাথেপ্রযুক্তিগতভাবে পাল্লা দেয়ার ক্ষমতা লিনাক্সের ভাল মতই আছে। শুধু
> ভালমতই
> > নয়, অনেক বেশিই আছে।" সেটার সাথে মেলেনা।
>
>
এটি আমারই লেখা । দেখুন আমার লেখায় কিছু পয়েন্ট আমি তুলে ধরেছি যেগুলো আমরা
লিনাক্স প্রচারের সময় এড়িয়ে যাই । আর আমার ঐ লেখার মূল কারণ ছিল লিনাক্সের
প্রতি অন্ধ প্রেম এবং কিছু মানুষের মধ্যে লিনাক্সের দুর্বলতা না স্বীকার করা ।
সব অপারেটিং সিস্টেমেরই ভাল-মন্দ দুটো দিক আছে । লিনাক্সের অনেক ভাল জিনিস আছে
যা আর কোথাও নেই । আবার অন্য ওএস এ অনেক কিছু আছে যা লিনাক্সে নেই । আমরা
উইন্ডোজের গুনগান করার সময় উইন্ডোজের খারাপ দিক ভুলে যাই, আর লিনাক্সের সুনাম
করার সময় এর খারাপ দিকগুলো ভুলে যাই । শামীম ভাইয়ের লেখাটা পড়ে আমার মধ্যে যে
রি-একশন হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই লেখা ।


>
> > জানতে পারি কি উবুন্টু বাংলাদেশ দলে কেন এই দুইমুখিতা? কেন উবুন্টু
> বাংলাদেশের
> > সদস্যই উবুন্টুকে পচাচ্ছেন?
> >
>

এখানে দুইমুখিতার কি দেখলেন? আমি কি এই থ্রেডে বলিনি লিনাক্স উইন্ডোজের সমান
হতে পারে । আমার আপত্তি যখন "সমান" এর চেয়ে বেশী বলা হয় । কিংবা অন্য অপারেটিং
সিস্টেমকে আক্রমণ করা হয় । এই জিনিসগুলো আমার ভাল লাগেনি ।

আমার ব্লগ পোস্টেই বলা আছে আমি উবুন্ট সমান তালে উইন্ডোজের সাথে ব্যবহার করছি ।
আমার কাছে দুটো অপারেটিং সিস্টেমই ভাল । শামীম ভাইয়ের মত উইন্ডোজ কে ধুয়ে দেওয়া
আমার কাছে ভাল লাগেনি ।



>
> আপনি নিজেও তো উবুন্টু বাংলাদেশ দলের সদস্য। এখন আপনার আচরনে যদি বাংলাদেশের
> একেবারে আলাভোলা কেউ দিকভ্রান্ত হয় তো তার দায় কার?
>

আমার ব্লগ পোস্টে যদি কেউ দিকভ্রান্ত হয় তার দায়িত্ব আমার । তেমনি ভাবে কেউ যদি
লিনাক্স প্রচার করতে গিয়ে পুরা কমিউনিটির জন্যে দুর্নাম বয়ে আনে সেটাও তার
দায়িত্ব ।

আমার এই পোস্টের পেছনে একটা পটভূমি আছে । আমার এক বন্ধুকে কেউ একজন বলেছে,
কিসের উইন্ডোজ, লিনাক্স ম্যাকের চেয়ে ভাল । বেচারা ১৬,০০০ টাকার জেনুইন উইন্ডোজ
প্রফেশনাল ফেলে দিয়ে লিনাক্স মিন্ট ইন্সটল করে দেখে তার কিছুই চলে না । সে আমার
বন্ধু মহলে বলে বেড়িয়েছে লিনাক্সওয়ালারা চিট, ভন্ড, মিথ্যা কথা বলে হ্যান ত্যান
।

লিনাক্স কে উইন্ডোজের সমান বলুন । কোন কোন ক্ষেত্রে উইন্ডোজের চেয়ে ভালো সেটাও
বলুন কিন্তু কিছু ক্ষেত্রে যে দুর্বলতা আছে সেটিও তুলে ধরুন । আমার লেখায়
আমাদের কমিউনিটির কিছু ঘটনার কথাও আমি তুলে ধরেছি স্যাটায়ারের মাধ্যমে । এই
ঘটনাগুলো বিব্রতকর , আশা কারি এগুলো আমরা কাটিয়ে উঠব ।

-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list