[Ubuntu-BD] Ericsson GC89 মডেম কিভাবে উবুন্টুতে ব্যবহার করবো?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sun Jun 5 05:22:49 UTC 2011
প্রিয় আরিফ
৪ জুন, ২০১১ ১১:৩২ pm এ তে, Arif Uddin <arifrhb at gmail.com> লিখেছে:
> 04:00.0 Network controller: Broadcom Corporation BCM43xG 802.11b/g (rev 03)
> 04:00.1 Serial controller: Broadcom Corporation EDGE/GPRS data and
> 802.11b/g
> combo cardbus [GC89] (rev 03)
>
আপনাকে উবুন্টু চালু করে ওটাকে ল্যানের মাধ্যমে নেটে কানেক্ট করতে হবে। তারপর
--
১। সিস্টেম >> এডমিনিস্ট্রেশন >> এডিশনাল হার্ডওয়্যার থেকে যে কোন ড্রাইভার /
ফার্মওয়্যার ইন্সটলড/একটিভ অবস্থায় পেলে সেটাকে আনইন্সটল করে দিন।
২। তারপর সিস্টেম রিবুট করে আসুন এবং সিন্যাপটিক থেকে b43 লিখে সার্চ দিলে
firmware-b43-installer আর b43-fwcutter নামে দুটো প্যাকেজ পাবেন
৩। ও দুটোকে ইনস্টল করে নিন।
৪। এরপর রিবুট করে আসুন
তারপর আপডেট কি আমাদেরকে জানান।
ধন্যবাদ
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list