[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

Habib Kabir kobir_eee at yahoo.co.uk
Sun Jun 5 04:07:58 UTC 2011


http://www.masnun.me/2011/06/03/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9.html


উপরের এই লিংকটা কি এই থ্রেডে রিপ্লাই করা করা একই মাসনুন সাহেবের লেখা? যদি সেটা 
হয় তবে ভাই আমি খুবই বিভ্রান্ত। আপনারা একদিকে উবুন্টুকে ভাল বলছেন আরেক দিকে 
সেটাকে বাঁশ মারছেন। জানতে পারি কি কেন? এই থ্রেডের প্রথম দিকের রিপ্লাইয়ে মাসনুন 
সাহেয়েবের লেখা পড়ে মনে হয়েছিল যে উনি বলছেন উবুন্টু ভাল গতিতে এগিয়ে যাচ্ছে, এখন 
দেখা যাচ্ছে যে না উনি আসলে উবুন্টুকে পচাচ্ছেন, উনি তার লেখাতে বলেই দিয়েছেন যে 
উবুন্টু মোটেও উইন্ডোজের সমান নয়। যেটা শাবাব সাহেব যেটা বলছেন যে " উইন্ডোজের 
সাথেপ্রযুক্তিগতভাবে পাল্লা দেয়ার ক্ষমতা লিনাক্সের ভাল মতই আছে। শুধু ভালমতই 
নয়, অনেক বেশিই আছে।" সেটার সাথে মেলেনা। জানতে পারি কি উবুন্টু বাংলাদেশ দলে কেন 
এই দুইমুখিতা? কেন উবুন্টু বাংলাদেশের সদস্যই উবুন্টুকে পচাচ্ছেন?



________________________________
From: Shabab Mustafa <shabab at linux.org.bd>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Tue, 31 May, 2011 13:19:01
Subject: Re: [Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান 
না?

2011/5/31 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>

> তবে আমার প্রশ্নটার যথার্থ উত্তর এখনো পাইনি। প্রশ্নটা ছিল ""লিনাকস উইন্ডোজের
> সমান
> সমান হতে পারবে কিনা ""। আমি এখানে ডেস্কটপের কথা বলছি।



> নিচের লিংকে গেলে দেখা যায় যে মাত্র ১% লোক লিনাকস ব্যবহার করে। অথচ
> কেবলমাত্র আইফোনের ব্যবহারকারীর সংখ্যাই লিনাকসের প্রায় ২ গুন।
>

কনফিউজ হয়ে গেলাম। প্রথমে বলছেন ডেক্সটপের কথা। পরে রেফারেন্স টানছেন আইফোনের।
আইফোন কি ডেক্সটপে ব্যবহার করা হয়?

দেখুন, উইন্ডোজের সমান হতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। বর্তমান পরিসংখ্যান
সবসবয় সঠিক ভবিষ্যদ্বানী দিতে পারে না। আমরা বিশ্বাস করি উইন্ডোজের সাথে
প্রযুক্তিগতভাবে পাল্লা দেয়ার ক্ষমতা লিনাক্সের ভাল মতই আছে। শুধু ভালমতই নয়,
অনেক বেশিই আছে। যেখানটায় দুর্বলতা সেটা হল অঢেল টাকা ছড়িয়ে মার্কেট
ম্যানিপুলেট করার ক্ষমতা। যেখানটায় বড় শক্তি সেটা কিছু মানুষের ভালবাসা (কিছু
কিছু ক্ষেত্রে পাগলামি রকমের ভালবাসা)। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের হাতেই
ছেড়ে দিচ্ছি।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list