[Ubuntu-BD] মোবাইল ব্রডবেন্ড কে রাউটারের মাধ্যমে শেয়ার করব কিভাবে?
Aniruddha Adhikary
aniruddha at adhikary.net
Sat Jun 4 16:22:14 UTC 2011
মোবাইল ইন্টারনেট শেয়ার?????
আমার ধারণা করা যাবে না এবং করা গেলেও এক্সট্রা হার্ডওয়্যার লাগবেই।
2011/6/4 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> আমি উবুন্টু ১০.০৪ চালাই। ইন্টারনেটের জন্য মোবাইল ব্রডব্যান্ড চালাই। বাসায়
> একাধিক পিসি এবং ইন্টারনেটের একাধিক ব্যাবহারকারী থাকার ফলে মোবাইল নিয়ে
> টানাটানি করা লাগে। তাই জানতে চাচ্ছিলাম উবুন্টু দিয়ে কিভাবে ল্যাপীতে নেট
> কানেক্ট করে তা রাউটারের মাধ্যমে শেয়ার করব।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত ফোরাম<
http://forums.linuxdesh.com/>
More information about the ubuntu-bd
mailing list