[Ubuntu-BD] উবুন্টুতে PHP এবং Joomla
Shabab Mustafa
shabab at linux.org.bd
Sat Jun 4 06:07:11 UTC 2011
>
> 2011/6/4 sagir khan <sagir42 at gmail.com>
>
> > দ্বিতীয় ধাপে যে ফাইল ওপেন হচ্ছে তৃতীয় ধাপ অনুযায়ী তাতে কোন কিছু মুছা
> যাচ্ছে
> > না।
> > এবার?
>
লেখার সময় কমান্ডের প্রথম অংশ ভুলক্রমে বাদ পড়েছিল। এনজাম ভাই যেমনটা বললেন
সামনে gksudo বসাতে হবে। তবে আপনার মেশিনে geany ইন্সটল করা না থাকলে এরর
মেসেজ পেতে পারেন। সেক্ষেত্র geany এর পরিবর্তে gedit ব্যবহার করুন। অর্থাৎ
কমান্ডটি হবে
gksudo gedit /etc/apache2/sites-enabled/000-default
More information about the ubuntu-bd
mailing list