[Ubuntu-BD] উবুন্টুতে PHP এবং Joomla

Md. Eftakhairul Islam eftakhairul at gmail.com
Fri Jun 3 10:53:15 UTC 2011


Sagir bhai,

You didn't mention that weather you installed LAMP server or not. If not,
then install LAMP server first.

*sudo apt-get install lamp-server^*

Then, go to* /var/www* directory and keep your PHP file. Type
http://localhost/PHP file_name in your browser. Hopefully, your will get
your desire output there.

---
Best regards
Md. Eftakhairul Islam *Rain    *
blog: http://eftakhairul.wordpress.com




2011/6/3 sagir khan <sagir42 at gmail.com>

> আমি কিছুদিন যাবত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলোপমেন্ট শিখছি। এখানো খুব বেশি দক্ষ
> হয়ে উঠিনি। জানালাতে খুব বেশি সমস্যা না হলেও উবুন্টুতে সমস্যা হচ্ছে।
> জানালাতে PHP ফাইল প্রস্তুত করার পর তা আমরা c drive>xampp>htdocs>xampp রেখে
> ব্রাউজারে গিয়ে localhost এ খুলে ফলাফল দেখি। জুমলার ক্ষেত্রেও একই ফোল্ডারে
> জুমলার ফাইল রেখে এর পর ব্রাউজারে খুলে তা ব্যবহার করি।
>
> উবুন্টুতে এই দুটি কাজ কিভাবে করবো তা নিয়ে এক দুই সপ্তাহ যাবত নেটে ঘাটাঘাটি
> করলাম। কিন্তু কোন সমাধান বের করতে পারলাম না।
> উবুন্টুতে এই দুটি কাজ কিভাবে করবো?
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list