[Ubuntu-BD] উবুন্টুতে PHP এবং Joomla

sagir khan sagir42 at gmail.com
Fri Jun 3 10:32:02 UTC 2011


আমি কিছুদিন যাবত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলোপমেন্ট শিখছি। এখানো খুব বেশি দক্ষ
হয়ে উঠিনি। জানালাতে খুব বেশি সমস্যা না হলেও উবুন্টুতে সমস্যা হচ্ছে।
জানালাতে PHP ফাইল প্রস্তুত করার পর তা আমরা c drive>xampp>htdocs>xampp রেখে
ব্রাউজারে গিয়ে localhost এ খুলে ফলাফল দেখি। জুমলার ক্ষেত্রেও একই ফোল্ডারে
জুমলার ফাইল রেখে এর পর ব্রাউজারে খুলে তা ব্যবহার করি।

উবুন্টুতে এই দুটি কাজ কিভাবে করবো তা নিয়ে এক দুই সপ্তাহ যাবত নেটে ঘাটাঘাটি
করলাম। কিন্তু কোন সমাধান বের করতে পারলাম না।
উবুন্টুতে এই দুটি কাজ কিভাবে করবো?
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list