[Ubuntu-BD] সমাধান কি
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Thu Jun 2 04:56:25 UTC 2011
প্রিয় বাবলু কিশোর
২ জুন, ২০১১ ২:০৮ am এ তে, BABLU KISHOR <bablukishor52 at yahoo.com> লিখেছে:
> বাজারে ক্যাটিয়ার সিডি এখনও পাইনি। পেলে নিশ্চয়ই চেষ্টা করব। ধন্যবাদ
>
ক্যাটিয়ার সিডি/ডিভিডি বানিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হয় না বলেই বাজারে
পাচ্ছেন না। তবে আপনি লিনাক্সপ্রেমী/ব্যবহারকারীদের কাছ থেকে আইএসও কিংবা
ডিভিডি দুভাবেই এটা সংগ্রহ করতে পারেন।
ধন্যবাদ
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list