[Ubuntu-BD] আসুন একটু সর্তক হই, নিজেকে এবং নিজ দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করি।
maya2k10 at gmail.com
maya2k10 at gmail.com
Mon Jul 25 10:52:43 UTC 2011
সমর্থন জানাই।
On 25/07/2011, maSnun <mailbox at masnun.me> wrote:
> এখানে "ছাত্র-অংশীদার ঐক্য" এর চেয়ে বিপজ্জনক মনে হল প্রোপারেটরী ফরম্যাট কে ।
> অবশ্যই আমাদের ওয়ার্ড ডকুমেন্ট পরিহার করা উচিৎ যতক্ষন পারা যায় । আশা করি
> একসময় পরিস্থিতি বদলাবে । এর জন্যে দরকার জনসচেতনতা ।
>
> আমরা একটু চেষ্টা করলেই ডক এর পরিবর্তে পিডিএফ ব্যবহার করতে পারি ।
>
>
> এই লেখাটার একটা জিনিস বুঝলাম না ।
>
> *Microsoft can (and did recently in Kenya and Brazil) have local police
>> enforce laws that prohibit students from studying the code, prohibit
>> entrepeneurs starting new companies, and prohibit professionals offering
>> their services. Please don't give them your support.*
>>
>
> কেউ কি এই ঘটনার কোন লিঙ্ক শেয়ার করতে পারেন? এখানে কোড বলতে কোন কোড এর কথা
> বলা হয়েছে? মাইক্রোসফটের টুলসগুলো ওপেন সোর্স না । তাদের লাইসেন্সিং এর
> বিরুদ্ধে গেলেই তারা আইন প্রয়োগ করবে ।
>
> এছাড়া "ছাত্র-অংশীদার ঐক্য" এর অংশ হিসেবে মাইক্রোসফট কখনোই মাইক্রোসফট অফিস
> দেয়নি । তাই "ছাত্র-অংশীদার ঐক্য" এর সাথে এই লেখার সাথে বাস্তবিকভাবে কোন
> সম্পর্ক খুজে পেলাম না ।
>
>
> 2011/7/25 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>> নিজের ব্যবসায়িক মুনাফা (তথ্যচুরির অধিকারটুকু মজ্জাগত) বজায় রাখার স্বার্থে
>> বিশ্বের তথাকথিত জনদরদী (বৃটিশ বেনিয়াদের চাইতে কোন অংশে কম না) মার্কিন
>> প্রতিষ্ঠানটি একদিকে ছাত্রদের সুবিধা দিচ্ছে বলে "ছাত্র-অংশীদার ঐক্য" তৈরী
>> করছে কলেজ-বিশ্বিবিদ্যালয়গুলোতে। আর নিজেদের নীতিমালায় পরিবর্তন এনে
>> পরমূর্হুতেই স্থানীয় (কেনিয়া ও ব্রাজিল) পুলিশ বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ছে
>> তাঁদের
>> উপর যেনো তাঁরা কোডগুলো দেখতে না পায়, জ্ঞান অর্জন করতে না পারে। এ যেনো
>> "চোরকে
>> বলি চুরি কর, আর পুলিশ কে বলি ধর ধর" নীতির বাস্তবায়ন।
>>
>> সরাসরি মূল লেখার লিংকটাই ঝেড়ে দিলাম। আসুন সবাই একটু কষ্ট করে, সময় নিয়ে পড়ি
>> এবং আগামীর বিপদ সম্পর্কে এখনই সর্তক হই।
>> http://www.gnu.org/philosophy/no-word-attachments.html
>>
>> ধন্যবাদ সবাইকে।
>> --
>> রিং
>> +8801671411437
>>
>> মহাসচিব
>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>>
>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
>> >"
>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
>> সদস্য, উবুন্টু
>> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open format.
See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html
More information about the ubuntu-bd
mailing list