[Ubuntu-BD] I need English Talknig Dictionary

istiaque ahamed ahamedistiaque at yahoo.com
Mon Jul 25 07:12:00 UTC 2011


প্রিয় ভাইরা,
আসালামুআলাইকুম , আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমরা যারা বাংলাদেশে লিনাক্স প্রেমী আছি তাদের জন্য যেমনউবুন্টুর বাংলা অনুবাদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি কাজটি সফলতার সাথে শেষ হবে। ঠিক তেমনি ভাবে বাংলা টু ইংরেজী এবং ইংরেজী টু বাংলা ,লিনাক্সের জন্য একটি ভাল মানের ডিকশনারি তৈরির পরিকল্পনা করা যেতে পারে।
ভুল ত্রুটি ক্ষামা করে দিবেন।
ধন্যবাদ
ইসতিয়াক আহম্মেদ

অনলাইনে ইংরেজি উচ্চারণ জানার জন্য আমি মাঝে মাঝে
http://www.howjsay.com/ব্যবহার করি। ব্রাউজার থেকে কোন শব্দের উচ্চারণ
জানার জন্য কিছুটা অটোমেটও করে
নিয়েছিলাম। একটা ছোট জাভাস্ক্রিপ্ট বুকমার্ক দিয়ে সহজেই এটা ব্যবহার কর যায়।

চিত্রসহ বুঝিয়ে লেখার সুবিধার জন্য প্রক্রিয়াটি ব্লগে লিখে রাখলাম।

লিংক: http://blog.shababmustafa.net/?p=146

---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list