[Ubuntu-BD] আসুন একটু সর্তক হই, নিজেকে এবং নিজ দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করি।

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Mon Jul 25 01:56:26 UTC 2011


নিজের ব্যবসায়িক মুনাফা (তথ্যচুরির অধিকারটুকু মজ্জাগত) বজায় রাখার স্বার্থে
বিশ্বের তথাকথিত জনদরদী (বৃটিশ বেনিয়াদের চাইতে কোন অংশে কম না) মার্কিন
প্রতিষ্ঠানটি একদিকে ছাত্রদের সুবিধা দিচ্ছে বলে "ছাত্র-অংশীদার ঐক্য" তৈরী
করছে কলেজ-বিশ্বিবিদ্যালয়গুলোতে। আর নিজেদের নীতিমালায় পরিবর্তন এনে
পরমূর্হুতেই স্থানীয় (কেনিয়া ও ব্রাজিল) পুলিশ বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তাঁদের
উপর যেনো তাঁরা কোডগুলো দেখতে না পায়, জ্ঞান অর্জন করতে না পারে। এ যেনো "চোরকে
বলি চুরি কর, আর পুলিশ কে বলি ধর ধর" নীতির বাস্তবায়ন।

সরাসরি মূল লেখার লিংকটাই ঝেড়ে দিলাম। আসুন সবাই একটু কষ্ট করে, সময় নিয়ে পড়ি
এবং আগামীর বিপদ সম্পর্কে এখনই সর্তক হই।
http://www.gnu.org/philosophy/no-word-attachments.html

ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list