[Ubuntu-BD] Fwd: Call for creating and testing localized ISO images
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Jul 23 05:55:48 UTC 2011
প্রিয় শাহরিয়ার
উবুন্টু বাংলাদেশ থেকে এমন একটি উদ্যোগ গ্রহন করা হলে আমি সবরকম সক্রিয়
সহযোগীতা করতে পারবো বলে আশা রাখি।
2011/7/23 maSnun <mailbox at masnun.me>
> This is a very good thing. We shall not need to tolerate the hideous Bangla
> localization done by the Indians. We could just localize for our self.
>
প্রিয় মাসনূন, উবুন্টুর বাংলা অনুবাদে বর্তমানে প্রায় পুরোটাই বাংলাদেশীদের
করা। বিগত বছর চারেক ধরে আমাদের বাংলাদেশী অনুবাদকরাই অত্যন্ত সফলতার সাথে এই
কাজ করছেন, করছেন এবং আগামীতেও করবেন ইনশাল্লাহ।
উবুন্টুর বাংলা অনুবাদের ভারতীয় সংস্করন bn-in তে করা হয়, bn-bd তে করা
কাজগুলোর প্রায় সবটুকুই বাংলাদেশী অনুবাদ। অবশ্য এখানেও তিন থেকে চারজন
পশ্চিমবঙ্গীয় অনুবাদক কাজ করেন এবং তাঁদের অবদান অতি সামান্যই।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list