[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Thu Jul 21 17:40:01 UTC 2011


এ কয়দিন অসুস্থ থাকার কারণে উত্তর দিতে পারিনি বলে দু:খিত।
উবুন্টু ১১.০৪ রানিং মেশিনের gparted দিয়ে সবকিছু মুছে ফেলার পর যেমন
দেখা যাচ্ছে, তার স্ক্রিণশট।
http://4.bp.blogspot.com/-64YWz0erCZU/Tihe2hyX0EI/AAAAAAAABLU/Jb81NL3S6_c/s1600/del80hd.png

On 16/07/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
> তার আগে একটা তথ্য দেই।
> Luma 002 (Puppy linux) লাইভ সিডি দিয়ে রান করিয়ে Gparted 0.6.2 দিয়ে
> দেখা গেল যে সবকিছু স্বাভাবিক আছে। কোন অতিরিক্ত Unallocated পার্টিশন
> নেই। উল্লেখ্য যে উবুন্টু ১০.০৪ এর Gparted এর ভার্সন 0.5.1
> এই তথ্যটি কি কোন কাজে লাগবে?
>
> On 16/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
>> প্রিয় মায়া
>>
>> ১৬ জুলাই, ২০১১ ৫:১৬ pm এ তে, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>
>> লিখেছে:
>>
>>> ফাইল এলোকেশন টেবিল মুছবো কিভাবে। পার্টিশন মোছার পর তো শুধুমাত্র
>>> হার্ডডিস্কটাকেই দেখায়।
>>>
>>
>> সেকেন্ডারী ডিস্ক হিসেবে আপনার এই হার্ডডিস্কটাকে বসিয়ে অন্য ওএস এর পার্টিশন
>> ম্যানেজার থেকে সব পার্টিশন মুছে ফেলার পর আপনার হার্ডডিস্কের অবস্থা কি
>> দেখাচ্ছে সেটার একটা স্ক্রীনশট দিন।
>>
>> ধন্যবাদ।
>> --
>> রিং
>> +8801671411437
>>
>> মহাসচিব
>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>>
>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১
>> <http://fossbd.org/index.php/event>"
>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
>> সদস্য, উবুন্টু
>> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list