[Ubuntu-BD] [অফটপিক] ক্ষমাপ্রার্থনা

Shabab Mustafa shabab at linux.org.bd
Thu Jul 21 05:28:47 UTC 2011


আসসলামু আলাইকুম।

প্রিয় মেইলবন্ধুগণ,

মাসখানেক পূর্বে এই মেইলিং লিস্টের একটি থ্রেডের মেইল হারিয়ে যাওয়া বিষয়ক একটি
ঘটনা নিয়ে কিছুটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়। সেটার কিছুটা দায় আমার নিজেরও
ছিল। পারিপার্শ্বিক নেতিবাচকতার পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাবে আমার নিজের
আচরণেও বেশ কিছুটা অসহিষ্ণুতা দেখা দেয়। এর ফলে সামগ্রিকভাবেই আমার কাছের
লোকজনদের উপর বেশ কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে যার মধ্যে এই মেইলিং
লিস্টও ছিল। ব্যাপারটি উপলব্ধি করামাত্রই আমি মেইল লিস্টসহ বেশ কিছু স্থান থেকে
নিজেকে পুরোপুরি গুটিয়ে নিই / সম্পৃক্ততা কমিয়ে দিই এবং আত্মশুদ্ধিতে মনোনিবেশ
করি।

নিজের ব্যক্তিগত সংকটের সময় এই লিস্টে কিছু কিছু মেইলে বিরক্তি প্রকাশ,
প্রকাশের উদ্ধত ভঙ্গি এবং রুঢ় ভাষা প্রয়োগের মত কিছু মানবীয় ভুল করে ফেলেছি যা
করা মোটেই উচিৎ হয় নি। সেই সময়ে আমার আচরণে জনাব সাজেদুর রহিম জোয়ারদার রিং,
আজম মাহমুদ-সহ যাদেরকেই কষ্ট দিয়েছি, ব্যথিত করেছি তাদের সকলের কাছে
আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। সেইসাথে যারা সেসময় আমার ভুল আচরণ ধৈর্য্য
ধরে সহ্য করে যে ভালবাসা জানিয়েছেন সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।
আপনাদের ভালবাসায় আমি কৃতজ্ঞ।

গত একমাস আমি মেইলিং লিস্টে আমি পুরোপুরি অনুপস্থিত ছিলাম। ফলে বেশ কিছু মেইল
জমে গেছে যা পড়ে শেষ করতে কিছুটা সময় প্রয়োজন। এর মধ্যে কেউ যদি আমাকে কোন
প্রশ্ন করে উত্তর না পেয়ে থাকেন সেজন্য আমি দুঃখিত। তেমন যদি কিছু ঘটে থাকে আমি
চেষ্টা করব যথাসম্ভব দ্রুত যোগাযোগ করার।

ধন্যবাদ।

---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list