[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space
maya2k10 at gmail.com
maya2k10 at gmail.com
Fri Jul 15 11:17:55 UTC 2011
আপনার এই বাক্যটি "কোন সমস্যা হবে তা বলতে পার।" বুঝতে পারলাম না।
On 15/07/2011, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com> wrote:
> কোন সমস্যা হবে তা বলতে পার। আপনি চালাতে থাকেন।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/7/15 maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>
>
>> প্রিয় উবুন্টু ব্যবহারকারী অভিজ্ঞ বন্ধুগণ, আমি আবারো ভিন্ন অর্ডারে
>> হার্ডডিস্ককে পার্টিশন করে নতুনভাবে Ubuntu 10.04.1 ইনস্টল করেছি।
>> স্ক্রিণশট লিঙ্ক:
>>
>> http://4.bp.blogspot.com/-szDf2VYUHZ0/Th8-7THl-4I/AAAAAAAABKc/kKsV0oaE460/s1600/sda80du.png
>>
>> কিন্তু ফলাফল একই। প্রত্যেকবারের মত এবারেও প্রত্যেক পার্টিশনের মাঝে
>> একটি অতিরিক্ত ১ মে.বা. পার্টিশন তৈরি হয়েছে। স্ক্রিণশট দেখুন:
>>
>> http://1.bp.blogspot.com/-cVXNGWG8mII/Th8-7swd2hI/AAAAAAAABKk/J6kvvWwotAk/s1600/sda80gp.png
>>
>> আমি তো হতবাক হয়ে গেলাম। আমি জানি এ ধরণের ঘটনা সচরাচর ঘটে না। কিন্তু কি
>> কারণে ঘটছে? সমাধান কি? কোন খারাপ প্রভাব আছে কিনা, কিছুই বুঝতে পারছি
>> না। বন্ধুর কাছেও মাথা ছোট হয়ে যাচ্ছে। কোন পরামর্শ কি কেউ দিতে পারেন?
>>
>> On 14/07/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
>> > এবার পার্টিশন দেখুন
>> >
>> http://3.bp.blogspot.com/-T0sGzJVErIE/Th3Yz9BEVbI/AAAAAAAABKE/BF0JFKqPPM8/s1600/80gbhdinfo.png
>> >
>> > এবারও একই অবস্থা। প্রত্যেকটা পার্টিশনের পর একটি ১ মে.বা. এর
>> > unallocated জায়গা দেখাচ্ছে
>> >
>> http://1.bp.blogspot.com/-9m7LufwWorU/Th3cl8e6IgI/AAAAAAAABKU/s4YRlZr1oo4/s1600/unallocatedpartitions.png
>> > আবারও কোন ভুল করলাম কি?
>> >
>> > On 13/07/2011, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> wrote:
>> >> হুমমমমমম, চিন্তার বিষয়। আমি তাহলে একটু বেশি বেশি গিকি কাজ করে ফেলেছি।
>> >> রঙ্গসহকারে আমার ভুলগুলো দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ। কালকেই কাজটা সেরে
>> >> ফেলবো।
>> >>
>> >> On 13/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
>> >>> প্রিয় মায়া'দা
>> >>>
>> >>> আপনি ভ্যাজালটা লাগিয়েছেন প্রাইমারী আর সেকেন্ডারী পার্টিশন টেবিল সুত্র
>> না
>> >>> মেনে। আমি এই লিস্টেই আজম মাহমুদ ভাইয়ের করা মেইলের জবাবে লিখেছিলাম যে
>> কোন
>> >>> হার্ডডিস্কে পার্টিশন তৈরীর সময় কি ধরনের পার্টিশন করা উচিত বা নিয়ম মানা
>> >>> উচিত।
>> >>> আপনার ইনবক্সে একটু খুঁজে দেখুন আর মনযোগ সহকারে বারদুয়েক পড়ে নিন।
>> >>>
>> >>> ১২ জুলাই, ২০১১ ১১:৪৬ pm এ তে, maya2k10 at gmail.com
>> >>> <maya2k10 at gmail.com>লিখেছে:
>> >>>
>> >>>> বন্ধুর মেশিনে আজ উবুন্টু ১০.০৪ ইনস্টল করে দিলাম। ৮০ জিবি হার্ডডিস্ক
>> নতুন
>> >>>> করে পার্টিশন করে শুধু উবুন্টু দিয়ে দিয়েছি।
>> >>>
>> >>>
>> >>> এ পর্যন্ত বেবাক ঘটনা সবঠিক আছে।
>> >>>
>> >>>
>> >>>> পার্টিশনগুলো এরকম
>> >>>> boot= 500 MB
>> >>>>
>> >>>
>> >>> ভ্যাজালের শুরু হয়েছে। এটা আলাদা করে করবার দরকার নাই। একটা 15 GB রুট
>> >>> পার্টিশন
>> >>> দিলেই হবে। অবশ্যই এটাকে প্রাইমারী পার্টিশন করবেন।
>> >>>
>> >>>
>> >>>> swap= 1GB
>> >>>>
>> >>>
>> >>> এটা 2 GB করে দিন। এটাও প্রাইমারী পার্টিশনই থাকুক।
>> >>>
>> >>> home= 18 GB
>> >>>>
>> >>>
>> >>> আকারে যথেষ্ট হয়েছে। এটাই হবে আপনার হার্ডডিস্কে আপনা কর্তৃক নির্দেশিত
>> >>> প্রথম
>> >>> সেকেন্ডারী/লজিক্যাল পার্টিশন
>> >>>
>> >>> আলাদা দুটো পার্টিশন (ফাইল রাখার জন্য) ২৫ GB করে।
>> >>>>
>> >>>
>> >>> চলুক। কোন সমস্যা করবে না। তবে খেয়াল রাখুন এ দুটোও যেনো লজিক্যাল
>> পার্টিশন
>> >>> হয়।
>> >>>
>> >>>
>> >>>> এখন প্রত্যেকটা পার্টিশনের পর 1MB করে unallocated পার্টিশন তৈরি হয়ে
>> গেছে
>> >>>> (স্ক্রিনশট দেখুন
>> >>>>
>> >>>>
>> http://1.bp.blogspot.com/-iWX-t2ezxIQ/ThyHMO5isnI/AAAAAAAABJ0/ik4XyxGKHZE/s1600/80gbpartition.png
>> >>>> )
>> >>>> আমার প্রশ্ন হল এটা কিভাবে হল? এটার সমাধান কি?
>> >>>>
>> >>>
>> >>> খিচুড়ী রান্না করার সাধ থাকলে সেটা বাড়ীতে যে কোন রাইসকুকার কিংবা
>> >>> হাঁড়িতে
>> >>> বন্দোবস্ত করুন। একান্তই না পারলে শামীম ভাইয়ের ব্লগে যেতে পারেন।
>> >>>
>> >>> বলি কি! আপনার হার্ডডিস্কটা দেখতে হার্ড হলেও ওর জানটা তো নাজুক নাকি?
>> অবলা
>> >>> পেয়েছেন বলে সবরকম টেস্ট কেস (ext বাদে বাদবাকী সবগুলো ফাইল সিস্টেম
>> >>> ফরম্যাট)
>> >>> কি ওটার ওপর দিয়েই ঝেড়ে দেবেন?
>> >>>
>> >>> শুনুন মশাই এই হাড্ডি ব্যাটারও একটা মিনিমাম মান-ইজ্জত আছে। এ বিষয়টার
>> দিকে
>> >>> খেয়াল রাখুন। একটু দয়াপরঃবশত হয়ে আচার ব্যবহার করুন।
>> >>>
>> >>> কাজের কথা হচ্ছে, বিদ্যুৎসরবরাহের ঘাটতি জনিত (ঘন ঘন লোডশেডিং) কোন
>> >>> সমস্যা
>> >>> না
>> >>> থাকলে (ইউপিএস এর বন্দোবস্ত আর কি! :D ) নিশ্চিত মনে সবগুলো পার্টিশন
>> >>> ext4
>> >>> ফাইলসিস্টেম ফরম্যাটেই তৈরী করুন। আর যদি থাকে তো ext3 ফাইল সিস্টেম
>> >>> ফরম্যাটই
>> >>> যথার্থ হবে।
>> >>>
>> >>> আশা করি বিপদমুক্তি ঘটেছে। না ঘটিলে 'বাবা তারকেশ্বর' আপনার অপেক্ষায়
>> এইখানে
>> >>> (এই মেইলিং লিস্টে) আসন গেড়ে রয়েছি। রেগে মেগে এসে নাহয় দু'ঘড়া জল বাবার
>> >>> মাথায়
>> >>> ঢেলে যাবেন।
>> >>>
>> >>> ধন্যবাদ সবাইকে।
>> >>> --
>> >>> রিং
>> >>> +8801671411437
>> >>>
>> >>> মহাসচিব
>> >>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>> >>>
>> >>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১
>> >>> <http://fossbd.org/index.php/event>"
>> >>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
>> ।।
>> >>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
>> >>> সদস্য, উবুন্টু
>> >>> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
>> >>> --
>> >>> Ubuntu Bangladesh
>> >>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> >>
>> >
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list